Beanibazarer Alo

  সিলেট     শুক্রবার, ১৯শে ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ  | ৪ঠা পৌষ, ১৪৩২ বঙ্গাব্দ

সিলেটে ১৮ লাখ টাকার ভারতীয় চিনি জব্দ, গ্রেপ্তার ২

admin

প্রকাশ: ১৫ জানুয়ারি ২০২৪ | ০২:৪১ অপরাহ্ণ | আপডেট: ১৫ জানুয়ারি ২০২৪ | ০২:৪১ অপরাহ্ণ

ফলো করুন-
সিলেটে ১৮ লাখ টাকার ভারতীয় চিনি জব্দ, গ্রেপ্তার ২

Manual1 Ad Code

স্টাফ রিপোর্টার:
দুই চোরাকারবারিকে গ্রেপ্তার ও ১৮ লাখ টাকা মূল্যের ভারতীয় চিনি জব্দ করে পুলিশ। ১৮ লাখ টাকা মূল্যের ভারতীয় চিনিসহ একটি ট্রাক ও দুই চোরকারবারিকে গ্রেপ্তার করেছে সিলেট মহানগর গোয়েন্দা পুলিশ।

সোমবার (১৩ জানুয়ারি) টিলাগড় পয়েন্টে এক অভিযানে এসব চোরাই মালামাল জব্দ করা হয় বলে জানিয়েছেন মহানগর পুলিশের মিডিয়া কর্মকর্তা সাইফুল ইসলাম ।

Manual1 Ad Code

গ্রেপ্তারকৃতরা হলেন, যশোর জেলার কেশবপুরের মৃত সামাদ সরদারের ছেলে মাহবুবুর রহমান (৩২) ও একই জেলার কোতোয়ালী থানার অন্তর্গত খুড়কির বাবু ডালির ছেলে ইব্রাহিম হোসনে (২৫)।

Manual6 Ad Code

এক বিজ্ঞপ্তিতে পুলিশ জানায়, গ্রেপ্তারকালে আসামীদের থেকে ২৮৭ বস্তা ভারতীয় চিনি উদ্ধার করা হয়; যার বাজার মূল্য আনুমানিক ১৮ লাখ ৬৫ হাজার ৫০০ টাকা, একইসঙ্গে ভারতীয় চিনি পরিবহনের কাজে ব্যবহৃত নীল-হলুদ রং মিশ্রিত ট্রাক গাড়ি জব্দ করা হয়।

Manual6 Ad Code

আসামীদের বিরুদ্ধে এসএমপি শাহপরাণ থানায় মামলা হলে আদালত তাদেরকে ওইদিনই কারাগারে পাঠানোর নির্দেশ দেয় বলে জানান এসএমপি মিডিয়া কর্মকর্তা সাইফুল ইসলাম।

শেয়ার করুন