সিলেটে ৪টি মামলার রায়: মৃত্যুদন্ড, যাবজ্জীবন ও সশ্রম কারাদন্ড

Daily Ajker Sylhet

admin

৩০ অক্টো ২০২৩, ০২:৩৮ অপরাহ্ণ


সিলেটে ৪টি মামলার রায়: মৃত্যুদন্ড, যাবজ্জীবন ও সশ্রম কারাদন্ড

স্টাফ রিপোর্টার:
সিলেটে বিভিন্ন মামলায় বিজ্ঞ আদালতের রায়ে ১ জনের মৃত্যুদন্ড, ২ জনের যাবজ্জীবন এবং ১ জনের সশ্রম কারাদণ্ড প্রদান করা হয়েছে।

সোমবার (৩০ অক্টোবর) সকালে সিনিয়র জেলা ও দায়রা জজ আদালতে মামলা গুলোর রায় প্রদান করেন।

মামলা গুলো হল:
দায়রা নং-১০৮১/২২ মামলায় আফতাব উদ্দিনকে ১৪ বছরের সশ্রম কারাদন্ড। ১০ হাজার টাকা জরিমানা অনাদায়ে ৬ মাসের বিনাশ্রম কারাদন্ড প্রদান করা হয়। এ মামলায় অপর আসামি আমিনুলকে খালাস প্রদান করা হয়েছে।
গোয়াইনঘাট জিআর-১৫৪/২২, মাদক আইনের ৩৬(১) এর ১৪(গ)/৪০ ধারায় মামলাটি করা হয়েছিল।

দায়রা নং-৬৫৩/২২ ওসমানীনগর জিআর-৩০২/১৯ ধারা ৩০২/৩৪ পেনাল কোড মামলায় লুৎফুর রহমান নামের ১জনকে মৃত্যুদন্ড প্রদান করা হয়।

দায়রা নং-৬৬৩/২২ জৈন্তাপুর জিআর নং-১৫/২২ ধারা ৩০২ পেনাল কোড মামলায় আবুল হাসনাতকে যাবজ্জীবন কারাদন্ড ও সাথে অর্থদন্ড করা হয়।

দায়রা নং-৩৪৫/২৩ কানাইঘাট জিআর ১২০/২২ ধারা ৩০২/৩৪ পেনাল কোড মামলার রুহেল মিয়া রেকেলকে যাবজ্জীবন কারাদন্ড প্রদান করা হয়েছে।

Sharing is caring!