Beanibazarer Alo

  সিলেট     সোমবার, ৮ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ  | ২৩শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ

সিলেটে ৬১ বস্তা ভারতীয় চিনিসহ তিন চোরাকারবারী আটক

admin

প্রকাশ: ০২ এপ্রিল ২০২৪ | ০১:৫২ অপরাহ্ণ | আপডেট: ০২ এপ্রিল ২০২৪ | ০১:৫২ অপরাহ্ণ

ফলো করুন-
সিলেটে ৬১ বস্তা ভারতীয় চিনিসহ তিন চোরাকারবারী আটক

Manual3 Ad Code

স্টাফ রিপোর্টার:
রবিবার (৩১ মার্চ) দিবাগত রাত তিনটায় সিলেট- জাফলং মহাসড়কের শাহপরাণ (রহ.) থানাধীন চকগ্রামের দাসপাড়া সাকিনস্থ মেসার্স এ.ই পেট্রোল পাম্পের সামনে থেকে মালামাল জব্দ ও চোরকারবারীদের আটক করা হয়।

Manual3 Ad Code

সোমবার (১ এপ্রিল) রাতে এক সংবাদবিজ্ঞপ্তিতে মহানগর পুলিশের মিডিয়া কর্মকর্তা মোহাম্মদ সাইফুল ইসলাম এ তথ্য জানিয়েছেন।

আটককৃতরা হলেন, শাহপরাণ (রহ.) থানাধীন মৃত জাবেদ মিয়ার ছেলে মো. লিটন মিয়া(২৮), মৃত ছিদ্দিক আলীর ছেলে সোহেল মিয়া (২৭), জৈন্তাপুরের উমনপুর এলাকার আব্দুল মতিনের ছেলে মুসা মিয়া (২১)। আটককালে তাদের থেকে ৩ লাখ ৫১ হাজার ৩৬০ টাকা সমমূল্যের ৬১ বস্তা ভারতীয় চিনি, একটি পিক আপ ট্রাক জব্দ করা হয়।

Manual4 Ad Code

বিজ্ঞপ্তিতে বলা হয়, মহনগরের উপ-পুলিশ কমিশনারের (ডিবি) সার্বিক দিক-নির্দেশনায় গোয়েন্দা বিভাগের টিম-০১ গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে আসামীদেরকে আটক করে। আটককৃতদের বিরুদ্ধে এসএমপি শাহপরাণ (রহ.) থানায় এজাহার দায়ের করা হয়; থানার মামলা নং-০১, তাং-০১/০৪/২০২৪ খ্রিঃ, ধারা The Special Power Act, 1974 এর 25B(1)(b)/25(D) মামলা রুজু করা হয়েছে। আসামীদেরকে আইন অনুযায়ী বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে। আদালত তাদেরকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছে।

Manual1 Ad Code

শেয়ার করুন