Beanibazarer Alo

  সিলেট     রবিবার, ৭ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ  | ২২শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ

সিলেট জেলা স্টেডিয়ামের একটি কক্ষে আগুন, আতঙ্ক

admin

প্রকাশ: ২৮ মার্চ ২০২৩ | ০৩:৫৩ অপরাহ্ণ | আপডেট: ২৮ মার্চ ২০২৩ | ০৩:৫৩ অপরাহ্ণ

ফলো করুন-
সিলেট জেলা স্টেডিয়ামের একটি কক্ষে আগুন, আতঙ্ক

Manual6 Ad Code

স্টাফ রিপোর্টার:
মহানগরের রিকাবীবাজারস্থ সিলেট জেলা স্টেডিয়ামের প্রেসবক্সের ঠিক নিচের কক্ষে অগ্নিকাণ্ড ঘটেছে। মঙ্গলবার (২৮ মার্চ) বিকাল ৩টায় এ ঘটনা ঘটে।

খবর পেয়ে দ্রুত ফায়ার সার্ভিসের একটি টিম গিয়ে আগুন নিভিয়ে ফেলে। অগ্নিকাণ্ডে কোনো হতাহত বা বড় ক্ষয়ক্ষতির ঘটনা ঘটেনি।

Manual1 Ad Code

ঘটনাস্থলে থাকা সিলেট জেলা প্রেসক্লাবের পাঠাগার সম্পাদক আবু বক্কর জানান- জেলা স্টেডিয়ামের প্রেসবক্সের ঠিক নিচের একটি কক্ষে হঠাৎ শব্দ করে আগুন লেগে যায়। এসময় খেলোয়াড়, সাংবাদিক ও দর্শকদের মাঝে আতঙ্ক ছড়িয়ে পড়ে। খবর পেয়ে ফায়ার সার্ভিস তালতলা স্টেশনের একটি টিম দ্রুত ছুটে এসে কিছুক্ষণের চেষ্টায় আগুন নিভিয়ে ফেলে। আগুনে নেভানোর কাজে পুলিশ সদস্যরাও সহযোগিতা করেন।

উল্লেখ্য, মঙ্গলবার পৌনে ৪টায় সিলেট জেলা স্টেডিয়ামে বাংলাদেশ ও সিশেলসের দ্বিতীয় ফিফা আন্তর্জাতিক প্রীতি ম্যাচটি শুরু হয়েছে। দুই দলের ফুটবলাররা বেলা আড়াইটার দিকে স্টেডিয়ামে পৌঁছান। মাঠে যখন ফুটলাররা ওয়ার্মআপ করছিলেন তখনি এ অগ্নিকাণ্ড ঘটে।

Manual1 Ad Code

তবে বড় দুর্ঘটনা না ঘটায় যথা সময়েই ম্যাচ হয়।

Manual7 Ad Code

শেয়ার করুন