সিলেট-ঢাকা মহাসড়কে দুর্ঘটনা : মিলেছে নিহত ৫ জনের নাম-পরিচয়

Daily Ajker Sylhet

admin

০২ মে ২০২৪, ০১:৩৬ অপরাহ্ণ


সিলেট-ঢাকা মহাসড়কে দুর্ঘটনা : মিলেছে নিহত ৫ জনের নাম-পরিচয়

স্টাফ রিপোর্টার:
সিলেট-ঢাকা মহাসড়কে ভয়াবহ দুর্ঘটনায় নিহত ৫ জনের পরিচয় মিলেছে। এর মধ্যে একই পরিবারের চারজন ও গাড়িচালক দুর্ঘটনার শিকার হয়ে নিহত হয়েছেন। বুধবার দিবাগত (২ মে) রাত দেড়টার দিকে হবিগঞ্জের মাধবপুর উপজেলার সিলেট-ঢাকা মহাসড়কের হরিতলা নামক এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

মাধবপুর থানার ওসি রাকিবুল ইসলাম খান এ তথ্য নিশ্চিত করেছেন।

নিহতরা হলেন, পটুয়াখালীর গলাচিপার বোয়ালিয়া এলাকার মো. জামাল (৪০), তার স্ত্রী কামরুন্নাহার (৩৫), ছেলে মো. অনন্ত (১১), জামালের ভাই মো. এনামুল (৩৫) ও গাড়ি চালক বরিশালের বকেরগঞ্জের ইউনুস বেপারীর ছেলে হারুন বেপরী (৩৪)।

ওসি জানান জানান, বিদেশ থেকে ফেরা এক ব্যক্তি ও অন্যদের নিয়ে প্রাইভেটকারটি রাতে সিলেট থেকে ছেড়ে আসে। রাত দেড়টার দিকে হরিতলা নামক জায়গায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে প্রাইভেটকারটি দুমড়েমুচড়ে যায়।

পুলিশ জানায়, মরদেহগুলো হবিগঞ্জ সদর হাসপাতাল মর্গে রাখা হয়েছে। দুর্ঘটনার কবলে পড়া গাড়ি দুটি জব্দ করা হয়েছে।

Sharing is caring!