সিলেট-তামাবিল সড়কে আবারও দুর্ঘটনা, প্রা ণ হারালেন ১ জন
০৬ এপ্রি ২০২৪, ০২:৫২ অপরাহ্ণ
স্টাফ রিপোর্টার:
সিলেট তামাবিল মহাসড়কের দামড়ী ব্রীজ নামক স্থানে পিকআপ ভ্যান ও প্রাইভেটকারের সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে ঘটনাস্থলেই প্রাইভেটকার আরোহী ১ জন নিহত হন এবং আহত হন আরও ২ জন।
শনিবার (৬ এপ্রিল) ভোর ৪টায় সিলেট তামাবিল মহাসড়কের জৈন্তাপুর উপলেজলার দামড়ী ব্রিজ নামকস্থানে এই দুর্ঘটনা ঘটে।
নিহত প্রাইভেট কার আরোহী মোছাব্বির আহমদ (৪৫) উপজেলার দরবস্ত ইউনিয়নের ডেমা গ্রামের হাবিবুর রহমানের ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, সিলেট থেকে দরবস্ত এলাকার উদ্দেশ্যে যাত্রা করা একটি প্রাইভেট কার সিলেট তামাবিল মহাসড়কের দামড়ী ব্রিজে পৌঁছা মাত্র বিপরীত দিক থেকে আসা সিলেটগামী একটি ভারতীয় পণ্য বোঝাই একটি পিকআপ ভ্যান (ডিআই ট্রাক) প্রাইভেট কারকে ধাক্কা দিলে কারটি পার্শ্ববর্তী খাদে পড়ে যায়। এ সময় একজন নিহত ও দুইজন আহত হন। পরে স্থানীয়দের মাধ্যমে তাদের উদ্ধার করা হয়। খবর পেয়ে পুলিশের একটি দলও ঘটনাস্থলে পৌঁছায়।
জৈন্তাপুর মডেল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তাজুল ইসলাম দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন।
ওসি জানান, দুর্ঘটনায় একজন নিহত এবং অপর দুইজন আহত হয়েছেন। ঘটনার খবর পেয়ে পুলিশ ফোর্স ঘটনাস্থলে পৌঁছেছে। পিকআপ ভ্যানটিকে পুলিশ জব্দ করেছে। দুর্ঘটনাকবলিত প্রাইভেটকারটি পুলিশের হেফাজতে রয়েছে। ঘটনার পর থেকে পিকআপ পলাতক।