Beanibazarer Alo

  সিলেট     শুক্রবার, ১৯শে ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ  | ৪ঠা পৌষ, ১৪৩২ বঙ্গাব্দ

সিলেট-তামাবিল সড়কে প্রাণ গেল ২ মোটরসাইকেল আরোহীর

admin

প্রকাশ: ২৩ ফেব্রুয়ারি ২০২৫ | ০৪:৫১ অপরাহ্ণ | আপডেট: ২৩ ফেব্রুয়ারি ২০২৫ | ০৪:৫১ অপরাহ্ণ

ফলো করুন-
সিলেট-তামাবিল সড়কে প্রাণ গেল ২ মোটরসাইকেল আরোহীর

Manual1 Ad Code

স্টাফ রিপোর্টর:
সিলেট-তামাবিল মহাসড়কের ট্রাকচাপায় মোটরসাইকেলের দুই আরোহী নিহত হয়েছেন। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন আরও এক আরোহী।

Manual7 Ad Code

রবিবার (২৩ ফেব্রুয়ারী) দুপুরে জৈন্তাপুর উপজেলার কাটাগাং নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।

Manual1 Ad Code

হাইওয়ে পুলিশ সূত্রে জানা যায়, রবিবার (২৩ ফেব্রুয়ারি) দুপুর ২টায় তিনজন আরোহী একটি মোটরসাইকেল যোগে জৈন্তাপুর সদরে আসার পথে
সিলেট তামাবিল মহাসড়কের কাটাগাং নামক স্থানে পৌঁছালে মালবাহী ট্রাকের সঙ্গে বাসের সংঘর্ষ হয়। এ সময় ঘটনাস্থলে ২ দুই মোটরসাইকেল আরোহী নিহত হন।

নিহতরা হলেন, জৈন্তাপুর উপজেলার ডিবির হাওর গ্রামের মৃত আলি আহমদ এর ছেলে দেলোয়ার হোসেন (২৪) ও আগফৌদ পাঁচ সেউতি গ্রামের হাসান আলীর ছেলে মো তোফায়েল (২৬)। এ ঘটনায় আহত উপজেলার বিড়াখাই এলাকার জালাল আহমেদ এর ছেলে সাব্বির আহমেদকে (৩২) সিলেট এম এ জি ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।

তামাবিল হাইওয়ে থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ হাবিবুর রহমান বিষয়টি নিশ্চিত করে জানান, খবর পেয়ে হাইওয়ে থানা পুলিশের টিম স্থানীয়দের সহায়তায় মৃতদেহ ও আহতকে উদ্ধার করে জৈন্তাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে আসে।

Manual2 Ad Code

দূর্ঘটনার পর ঘটনাস্থলে তামাবিল হাইওয়ে থানা পুলিশের টিম স্থানীয়দের সহায়তায় মৃতদেহ ও আহতকে উদ্ধার করে জৈন্তাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে আসে। মহাসড়কে যানবাহন চলাচল স্বাভাবিক রয়েছে। ঘাতক ট্রাক আটকের কাজ করছে পুলিশ।

Manual3 Ad Code

শেয়ার করুন