সিলেট-তামাবিল সড়কে সকালেই প্রাণ গেল দুজনের
২৪ অক্টো ২০২৩, ১২:২৯ অপরাহ্ণ
স্টাফ রিপোর্টার:
সিলেট তামাবিল সড়কের জৈন্তাপুর উপজেলার কাটাগাঙ নামক স্থানে সড়ক দুর্ঘটনায় দুজন নিহত হয়েছেন। মঙ্গলবার (২৪ অক্টোবর) সকাল ৯ টার দিকে দুর্ঘটনাটি ঘটে।
দুজন নিহতের বিষয়টি নিশ্চিত করেছেন জৈন্তাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম দস্তগীর।
তিনি জানান- একটি পিকআপে করে কিছু পর্যটক শাহজালাল মাজার জিয়ারত শেষে জাফলং-এর উদ্দেশ্যে রওনা দিয়েছিলেন। সকাল ৯ টার দিকে কাটাগাঙ নামক স্থানে গিয়ে গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই দুজন নিহত হযন। এ ঘটনায় দশজন আহত হয়েছেন।
নিহতদের নাম-ঠিকানা তাৎক্ষণিকভাবে জানা যায়নি। হতাহতদের উদ্ধার করতে হাইওয়ে ও থানাপুলিশ এবং ফায়ার সার্ভিস টিম কাজ করছে।