Beanibazarer Alo

  সিলেট     বুধবার, ১৭ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ  | ২রা পৌষ, ১৪৩২ বঙ্গাব্দ

সিলেট থেকে চুরি হওয়া অটোরিকশা হবিগঞ্জে উদ্ধার, আটক ১

admin

প্রকাশ: ০৮ এপ্রিল ২০২৩ | ০৩:৩১ অপরাহ্ণ | আপডেট: ০৮ এপ্রিল ২০২৩ | ০৩:৩১ অপরাহ্ণ

ফলো করুন-
সিলেট থেকে চুরি হওয়া অটোরিকশা হবিগঞ্জে উদ্ধার, আটক ১

Manual3 Ad Code

স্টাফ রিপোর্টার:
সিলেটের ওসমানীনগর থেকে চুরি হওয়া একটি সিএনজিচালিত অটোরিকশা হবিগঞ্জে নবীগঞ্জ থেকে উদ্ধার করেছে পুলিশ। এ চুরির ঘটনায় একজনকে আটকও করা হয়েছে।

জেলা পুলিশের মিডিয়া সেল জানায়, সুনামগঞ্জ জেলার জগন্নাথপুর উপজেলার ব্রাহ্মনগ্রামের রতন দাসের ছেলে নারায়ন দাস (২৬)-এর অটোরিকশাটি (মৌলভীবাজার-থ-১১-৩৮২৪) তাঁর তাজপুর বাজারস্থ ভাড়া বাসার সামনে থেকে গত ৬ এপ্রিল বিকাল সাড়ে ৫টার সামন থেকে চুরি হয়ে যায়।

Manual8 Ad Code

এ ঘটনায় ৮ এপ্রিল তিনি ওসামনীনগর থানায় মামলা দায়ের করেন।

Manual7 Ad Code

পরে পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে জানতে পেরে অভিযান চালিয়ে নবীগঞ্জ থেকে সেই অটোরিকশাটি উদ্ধার করে। এসময় চুরির সঙ্গে জড়িত আয়না মিয়া (৪৫) নামে একজনকে আটক করে পুলিশ।

Manual8 Ad Code

আয়না ওসমানীনগর উপজেলার পালপাড়া গ্রামের মৃত আব্দুল হাসিমের ছেলে। গ্রেফতারের পর তাকে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে।

Manual1 Ad Code

 

শেয়ার করুন