Beanibazarer Alo

  সিলেট     শুক্রবার, ১৯শে ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ  | ৪ঠা পৌষ, ১৪৩২ বঙ্গাব্দ

সিলেট বিভাগে শ্রেষ্ট হলেন গোলাপগঞ্জের ইউএনও

admin

প্রকাশ: ২৫ জানুয়ারি ২০২৪ | ০৫:৪০ অপরাহ্ণ | আপডেট: ২৫ জানুয়ারি ২০২৪ | ০৫:৪০ অপরাহ্ণ

ফলো করুন-
সিলেট বিভাগে শ্রেষ্ট হলেন গোলাপগঞ্জের ইউএনও

Manual1 Ad Code

প্রেস বিজ্ঞপ্তি:
সিলেট বিভাগে শ্রেষ্ট হয়েছেন গোলাপগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা আলী রাজিব মাহমুদ মিঠুন। জাতীয় প্রাথমিক শিক্ষার ক্ষেত্রে বিভাগীয় পর্যায়ে শ্রেষ্ঠ হন তিনি।

 

এ উপলক্ষে সিলেট নগরীর সুবিধবাজারস্থ পিটিআই হলরুমে আয়োজিত অনুষ্ঠানের মসধ্যমে সোমবার তার হাতে শ্রেষ্ঠ ইউএনও’র পদক ও সম্মাননা তুলে দেন সিলেটের বিভাগীয় কমিশনার আবু আহমদ সিদ্দিকী।

 

Manual3 Ad Code

তিনি গোলাপগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) দায়িত্বে রয়েছেন। অনুষ্টানে সভাপতিত্ব করেন সিলেট বিভাগীয় উপপরিচালক (প্রাথমিক শিক্ষা) মো.জালাল উদ্দিন। বক্তব্য রাখেন বিভাগীয় কমিশনার (অতিরিক্ত সচিব) আবু আহমদ সিদ্দিকী।

 

Manual4 Ad Code

গত ১০ ডিসেম্বর উপজেলা নির্বাহী কর্মকর্তা আলী রাজিব মিঠুন গোলাপগঞ্জে যোগদান করেন। এরপর তিনি উপজেলার বিভিন্ন কাজ কাজ করছেন। বিশেষ করে শিক্ষার ক্ষেত্রে বিশেষ অবদান রাখায় তিনি সিলেট বিভাগে শ্রেষ্ট ইউএনও নির্বাচিত হন।

Manual5 Ad Code

 

ইউএনও আলী রাজিব মিঠুন বলেন, এ সফলতা শুধু আমার নয়, গোলাপগঞ্জবাসীর। সকলের সহযোগীতা নিয়েই আমি কাজ করবো। আগামীতে যাতে শিক্ষা আরও এগিয়ে নেয়া যায়, সে লক্ষে আমি আন্তরিকতার সাথে কাজ করবো।

Manual2 Ad Code

শেয়ার করুন