Beanibazarer Alo

  সিলেট     সোমবার, ১৫ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ  | ৩০শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ

সিলেট বিভাগে ১৯ প্রার্থী ঘোষণা জামায়াতের

admin

প্রকাশ: ০৯ ফেব্রুয়ারি ২০২৫ | ১২:০২ পূর্বাহ্ণ | আপডেট: ০৯ ফেব্রুয়ারি ২০২৫ | ১২:০২ পূর্বাহ্ণ

ফলো করুন-
সিলেট বিভাগে ১৯ প্রার্থী ঘোষণা জামায়াতের

Manual5 Ad Code

স্টাফ রিপোর্টার:

Manual3 Ad Code

আগামী জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সিলেট বিভাগের ১৯ আসনে দলের প্রার্থী ঘোষণা করেছে জামায়াতে ইসলামী। যদিও নির্বাচনের দিন-তারিখ এখনো ঠিক হয়নি। এছাড়া দলটির আমির ডা. শফিকুর রহমান শনিবার দুপুরে কক্সবাজারে জেলা জামায়াতের কর্মী সম্মেলনে ঘোষণা দিয়েছেন, আগে জুলাই গণহত্যার বিচার, তারপর নির্বাচন। অথচ সিলেট বিভাগে সবার আগে জামায়াতই তাদের প্রার্থী ঘোষণা করল। বৃহস্পতিবার রাতে সিলেট মহানগর জামায়াতের অফিসে আয়োজিত এক সভা থেকে সিলেটের ৬, সুনামগঞ্জের ৫, হবিগঞ্জের ৪ ও মৌলভীবাজারের ৪টি আসনে প্রার্থী ঘোষণা করেন দলটির কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল ও সিলেট অঞ্চলের পরিচালক এহসানুল মাহবুব জুবায়ের।

Manual8 Ad Code

সিলেট-১ আসনে প্রার্থী করা হয়েছে সংগঠনের সহকারী সেক্রেটারি জেনারেল এহসানুল মাহবুব জুবায়েরকে, সিলেট-২ আসনে অধ্যক্ষ আব্দুল হান্নান, সিলেট-৩ আসনে দক্ষিণ সুরমা উপজেলার সাবেক চেয়ারম্যান লোকমান আহমদ, সিলেট-৪ আসনে জৈন্তাপুর উপজেলার সাবেক চেয়ারম্যান জয়নাল আবেদিন, সিলেট-৫ আসনে জেলা নায়েবে আমির আনোয়ার হোসেন খান ও সিলেট-৬ আসনে ঢাকা মহানগর উত্তরের আমির মুহাম্মদ সেলিম উদ্দিনকে প্রার্থী করা হয়।

সুনামগঞ্জ-১ আসনে জেলা আমির তোফায়েল আহমেদ খান, সুনামগঞ্জ-২ আসনে সুপ্রিমকোর্টের আইনজীবী মুহাম্মদ শিশির মনির, সুনামগঞ্জ-৩ আসনে সিলেটের এপিপি ইয়াছিন খান, সুনামগঞ্জ-৪ আসনে মুহাম্মদ শামসউদ্দীন ও সুনামগঞ্জ-৫ আসনে আব্দুস সালাম আল মাদানীকে প্রার্থী করা হয়।

Manual1 Ad Code

হবিগঞ্জ-১ আসনে মহানগর জামায়াতের সেক্রেটারি শাহজাহান আলী, হবিগঞ্জ-২ আসনে ঢাকা মহানগর উত্তর জামায়াতের শূরা সদস্য শেখ জিল্লুর রহমান আজমী, হবিগঞ্জ-৩ আসনে জেলা সেক্রেটারি অধ্যক্ষ কাজী মহসিন আহমেদ ও হবিগঞ্জ-৪ আসনে জেলা আমির কাজী মাওলানা মুখলিছুর রহমানের নাম ঘোষণা করা হয়।

মৌলভীবাজার-১ আসনে আমিনুল ইসলাম, মৌলভীবাজার-২ আসনে জেলা আমির প্রকৌশলী এম শাহেদ আলী, মৌলভীবাজার-৩ আসনে সাবেক জেলা আমির আব্দুল মান্নান ও মৌলভীবাজার-৪ আসনে আব্দুর রবকে প্রার্থী নির্বাচিত করা হয়।

Manual7 Ad Code

শেয়ার করুন