সিলেট সীমান্তে ফের সোয়া কোটি টাকার ভারতীয় পণ্য জব্দ

Daily Ajker Sylhet

admin

১৬ জানু ২০২৫, ০২:১৭ অপরাহ্ণ


সিলেট সীমান্তে ফের সোয়া কোটি টাকার ভারতীয় পণ্য জব্দ

স্টাফ রিপোর্টার:
সিলেট ও সুনামগঞ্জ সীমান্ত থেকে ফের প্রায় সোয়া কোটি টাকার ভারতীয় পণ্যের চালান জব্দ করেছে বিজিবি। বৃহস্পতিবার বিজিবি ৪৮ ব্যাটালিয়নের আওতাধীন সুনামগঞ্জের বাংলাবাজার, সোনালীচেলা এবং সিলেটের শ্রীপুর, পান্থুমাই, ডিবিরহাওর, দমদমিয়া, উৎমা, বিছনাকান্দ, সংগ্রাম, তামাবিল, প্রতাপপুর ও সোনারহাট বিওপির টহলদল অভিযান চালিয়ে এ পণ্য জব্দ করা হয়।

বিজিবি জানায়, জব্দকৃত ভারতীয় পণ্যের মধ্যে রয়েছে কমলা, চিনি, মহিষ গরু, কিসমিস, জিরা, সাবান ও মদ।

বাংলাদেশ থেকে পাচারকালে জব্দ করা হয় রসুন ও শিং মাছ।

জব্দকৃত পশু ও পণ্যের মূল্য প্রায় ১ লাখ ২৯ হাজার ৮৯ হাজার ২০০ টাকা বলে জানিয়েছে বিজিবি।

বিজিবি ৪৮ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্ণেল হাফিজুর রহমান জানান, উর্ধ্বতন সদরের নির্দেশে সীমান্ত এলাকায় চোরাকারবার প্রতিরোধ এবং নিরাপত্তা ও গোয়েন্দা নজরদারি বৃদ্ধি করা হয়েছে। এর ধারাবাহিকতায় চোরাই পণ্যের চালানগুলো জব্দ করা হয়েছে।

Sharing is caring!