Beanibazarer Alo

  সিলেট     শুক্রবার, ১৯শে ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ  | ৪ঠা পৌষ, ১৪৩২ বঙ্গাব্দ

সীমান্তে বিএসএফের গুলিতে আহত বাংলাদেশি যুবকের মৃত্যু

admin

প্রকাশ: ২৭ মার্চ ২০২৪ | ০৭:৩৬ অপরাহ্ণ | আপডেট: ২৭ মার্চ ২০২৪ | ০৭:৩৬ অপরাহ্ণ

ফলো করুন-
সীমান্তে বিএসএফের গুলিতে আহত বাংলাদেশি যুবকের মৃত্যু

Manual8 Ad Code

স্টাফ রিপোর্টার:
লালমনিরহাটের আদিতমারী উপজেলার দুর্গাপুর সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে আহত বাংলাদেশি যুবক লিটন মিয়া (১৭) বিএসএফের হেফাজতে ভারতে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। মঙ্গলবার (২৬ মার্চ) রাত ১১টায় কুচবিহার সদরের এমজেএম হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

লালমনিরহাট-১৫ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মোফাজ্জল হোসেন আকন্দ বিষয়টি সাংবাদিকদের নিশ্চিত করেছেন।

Manual7 Ad Code

এদিকে বুধবার (২৭ মার্চ) সকাল সাড়ে ১১টায় উপজেলার দুর্গাপুর সীমান্তের ৯২৩ নম্বর মেইন পিলারের কাছে বিজিবি-বিএসএফের মধ্যে পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়েছে। এর আগে মঙ্গলবার (২৬ মার্চ) রাতে উপজেলার দুর্গাপুর সীমান্তের ৯২৩ নম্বর মেইন পিলারের কাছে বিএসএফের গুলিতে আহত হয় লিটন। পরে বিএসএফ তাকে ধরে নিয়ে যায়।

আহত লিটন মিয়া উপজেলার দুর্গাপুর ইউনিয়নের দীঘলটারী এলাকার মোকছেদুল ইসলামের ছেলে।

Manual4 Ad Code

জানা গেছে, উপজেলার দুর্গাপুর সীমান্তের ৯২৩ নম্বর মেইন পিলার এলাকা দিয়ে রাতে বাংলাদেশি কয়েকজন যুবক গরু আনার চেষ্টা করলে ভারতীয় জলপাইগুড়ি-৭৫ বিএসএফ ব্যাটালিয়নের বারথার ক্যাম্পের টহল সদস্যরা গুলি করে। এ সময় লিটন মিয়া গুলিবিদ্ধ হয়ে ঘটনাস্থলে পড়ে যায়। পরে বিএসএফ সদস্যরা তাকে নিয়ে ওই এমজেএম হাসপাতালে ভর্তি করান।

Manual1 Ad Code

এ বিষয়ে লালমনিরহাট-১৫ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মোফাজ্জল হোসেন আকন্দ বলেন, বিএসএফের গুলিতে আহত বাংলাদেশি যুবকের চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয়েছে। এ ঘটনায় দুই দেশের মধ্যে পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়েছে। ওই যুবকের মরদেহ ফেরত আনার প্রক্রিয়া চলছে।

Manual6 Ad Code

শেয়ার করুন