সুনামগঞ্জে আওয়ামী লীগ নেতা পুলিশের খাঁচায়

Daily Ajker Sylhet

admin

১৫ ডিসে ২০২৪, ১২:৪৬ অপরাহ্ণ


সুনামগঞ্জে আওয়ামী লীগ নেতা পুলিশের খাঁচায়

ছাতক সংবাদদাতা:
সুনামগঞ্জ জেলার ছাতকে ইউনিয়ন আওয়ামী লীগ নেতা আব্দুল আউয়ালকে গ্রেফতার করেছে পুলিশ। শনিবার (১৪ ডিসেম্বর) বিকেলে উপজেলার কালারুকা ইউনিয়নের দিগলবন্দ গ্রামের নিজ বাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়।

আব্দুল আউয়াল কালারুকা ইউনিয়নের দিগলবন্দ গ্রামের মৃত তাহির আলীর ছেলে ও কালারুকা ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক।

পুলিশ জানিয়েছে, সুনামগঞ্জ সদর থানার একটি মামলায় তাকে গ্রেফতার করা হয়েছে। সুনামগঞ্জ সদর ও ছাতক থানা পুলিশের যৌথ অভিযানে আওয়ামী লীগ নেতা আব্দুল আউয়ালকে গ্রেফতার করা হয়।

ছাতক থানার এস আই আব্দুস সাত্তার জানান, সুনামগঞ্জ সদর থানার একটি মামলার তদন্তে প্রাপ্ত আসামি আব্দুল আউয়াল। গ্রেফতারের পর তাকে সুনামগঞ্জ সদর থানায় নেয়া হয়। পরে আদালতের নির্দেশে কারাগারে প্রেরণ করা হয়েছে।

Sharing is caring!