Beanibazarer Alo

  সিলেট     বৃহস্পতিবার, ১৮ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ  | ৩রা পৌষ, ১৪৩২ বঙ্গাব্দ

সুনামগঞ্জে এক ছাত্রীকে ধর্ষণের চেষ্টা, বখাটে আটক

admin

প্রকাশ: ০১ জানুয়ারি ২০২৪ | ০৪:২৪ অপরাহ্ণ | আপডেট: ০১ জানুয়ারি ২০২৪ | ০৪:২৪ অপরাহ্ণ

ফলো করুন-
সুনামগঞ্জে এক ছাত্রীকে ধর্ষণের চেষ্টা, বখাটে আটক

Manual7 Ad Code

সুনামগঞ্জ প্রতিনিধি:
সুনামগঞ্জ পৌরসভার পূর্ব নতুন পাড়ায় এক চতুর্থ শ্রেণীর ছাত্রীকে ধর্ষণের চেষ্টা অভিযোগ পাওয়া গেছে।
রবিবার রাত ৮ টার দিকে এই ঘটনা ঘটে।

এই ঘটনায় অভিযুক্ত রঞ্জন রায় (৪৬) নামের এক বখাটেকে আটক করেছে পুলিশ। সে এলাকার মেত রমেশ রায়ের ছেলে।

Manual3 Ad Code

জানা যায়, সন্ধ্যা রাতে পরিবারের সদাই-পাতি আনতে দোকানে গেলে ভিকটিম শিশুকে ডেকে তার বসত ঘরে নিয়ে যায় রঞ্জন। এসময় ফুসলিয়ে শিশুটি ধর্ষণের চেষ্টা করলে তাঁর চিৎকার শুনে স্থানীয়রা এসে মেয়েটিকে উদ্ধার করে। এসময় অভিযুক্ত রঞ্জন রায় পালিয়ে যাওয়ার চেষ্টা করলে বিক্ষুব্ধ এলাবাসী।

ভুক্তভোগী ছাত্রীর বাবা বলেন, আমার মেয়ে দোকানে সদাই-পাতি কিনতে দোকানে গিয়েছিল। বখাটে রঞ্জন রায় আমার মেয়েকে তার ঘরে ডেকে নিয়ে যায়। দরজা বন্ধ করে আশার শিশু বাচ্চাটির শ্লীলতাহানি চেষ্টা করে। এসময় আমার মেয়ে চিৎকার করলে স্থানীয় এগিয়ে গিয়ে তাকে উদ্ধার করে। রঞ্জন এলাকার চিহ্নত বখাটে। আমি এমন ঘটনার তাঁর সর্বোচ্চ শাস্তি চাই। আর কারো সন্তানের বেলায় যাতে এমন ঘটনা না ঘটে। বখাটেকে আটক করে পুলিশে সোপর্দ করা হয়।

Manual1 Ad Code

ধর্ষণের চেষ্টা বখাটে আটকের সত্যতা স্বীকার করে সদর অফিসার্স ইনচার্জ ওয়ালী বলেন, অভিযোগ পেয়ে ঘটনাস্থলে এসে অভিযুক্তকে আটক করেছি। আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

Manual5 Ad Code

শেয়ার করুন