Beanibazarer Alo

  সিলেট     রবিবার, ৭ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ  | ২২শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ

সুনামগঞ্জে দুই পক্ষের গোলাগুলি, আহত ২০

admin

প্রকাশ: ১৬ মার্চ ২০২৩ | ০২:৩০ অপরাহ্ণ | আপডেট: ১৬ মার্চ ২০২৩ | ০২:৩০ অপরাহ্ণ

ফলো করুন-
সুনামগঞ্জে দুই পক্ষের গোলাগুলি, আহত ২০

Manual5 Ad Code

সুনামগঞ্জ প্রতিনিধি:
সুনামগঞ্জে গ্রামে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে উভয়পক্ষের কমপক্ষে ২০ জন আহত হয়েছেন। এর মধ্যে গুলিবিদ্ধ হয়েছেন কয়েকজন। সংঘর্ষের ঘটনায় পুলিশ ৬ জনকে আটক করেছে।

Manual5 Ad Code

বৃহস্পতিবার (১৬ মার্চ) সকালে সুনামগঞ্জের শান্তিগঞ্জ উপজেলার পশ্চিম বীরগাঁও ইউনিয়নের উপ্তিরপাড় গ্রামে এই সংঘর্ষের ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, উপ্তিরপাড় গ্রামের আলী আহমদ ও সাইফুল ইসলামের লোকজনের মধ্যে আধিপত্য বিস্তার নিয়ে কয়েক বছর ধরে বিরোধ চলছে। এর জেরে বৃহস্পতিবার সকালে দুইপক্ষের লোকজন বন্দুক ও দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে লিপ্ত হয়। এ সময় আলী পাশা, নুর আলমসহ বেশ কয়েকজন গুলিবিদ্ধ হন। এছাড়াও অন্তত ২০ জন আহত হয়েছেন। গুরুতর আহতদের সুনামগঞ্জ সদর হাসপাতাল ও সিলেটের বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে।

সুনামগঞ্জ সদর হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক অনুপম রায় বলেন, মারামারির ঘটনায় কয়েকজন সুনামগঞ্জ সদর হাসপাতালে এসেছেন। তাদের শরীরে গুলিবিদ্ধের মতো চিহ্ন রয়েছে। আঘাত গুরুতর হওয়ায় তাদেরকে সিলেটে রেফার্ড করা হয়েছে।

Manual8 Ad Code

শান্তিগঞ্জ থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খালেদ চৌধুরী বলেন, সংঘর্ষের ঘটনায় উপ্তিরপাড়ে বিপুলসংখ্যক পুলিশ মোতায়েন করা হয়েছে। ইতোমধ্যে ৬ জনকে আটক করেছে পুলিশ। আহত কয়েকজনকে সুনামগঞ্জ ও সিলেটে চিকিৎসার জন্য পাঠানো হয়েছে।

Manual4 Ad Code

 

Manual6 Ad Code

শেয়ার করুন