Beanibazarer Alo

  সিলেট     রবিবার, ৭ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ  | ২২শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ

সুনামগঞ্জে ধর্ষণচেষ্টার অভিযোগে বৃদ্ধ গ্রেফতার

admin

প্রকাশ: ১৩ মার্চ ২০২৩ | ১১:৩৬ পূর্বাহ্ণ | আপডেট: ১৩ মার্চ ২০২৩ | ১১:৩৬ পূর্বাহ্ণ

ফলো করুন-
সুনামগঞ্জে ধর্ষণচেষ্টার অভিযোগে বৃদ্ধ গ্রেফতার

Manual1 Ad Code

দোয়ারাবাজার প্রতিনিধি:
সুনামগঞ্জের দোয়ারাবাজারে আট বছরের শিশুকে ধর্ষণচেষ্টা মামলার আসামি আব্দুস সালাম (৬০) নামের এক বৃদ্ধকে জেলা ডিবি পুলিশের সহযোগিতায় গ্রেফতার করেছে দোয়ারাবাজার থানা পুলিশ। আব্দুস সালাম নরসিংপুর ইউনিয়নের রগারপাড় গ্রামের মৃত আব্দুল হেলিম ছেলে।

Manual8 Ad Code

সোমবার (১৩ মার্চ) দুপুরে সুনামগঞ্জ পুরাতন বাসস্ট্যান্ড এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

মামলা সূত্রে জানা যায়, গত (২৮ ফেব্রুয়ারি) মঙ্গলবার আনুমানিক বিকাল ৫টার সময় ৮ বছরের শিশুটিকে আবুল খয়েরের জমিনের পশ্চিম পাশে একা পেয়ে ধর্ষণেরচেষ্টা করলে শিশুটির চিৎকারে অভিযুক্ত আব্দুস সালাম পালিয়ে যায়।

Manual2 Ad Code

এই ঘটনায় ওই দিন ভিকটিমের পরিবার বাদি হয়ে দোয়ারাবাজার থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে জোর পূর্বক ধর্ষণ চেষ্টার অভিযোগে মামলা করেন।

দোয়ারাবাজার থানার অফিসার ইনচার্জ (ওসি) দেব দুলাল ধর গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে জানান, সুনামগঞ্জ পুরাতন বাসস্ট্যান্ড এলাকা থেকে আব্দুস সালামকে গ্রেপ্তার করা হয়েছে।

Manual5 Ad Code

শেয়ার করুন