Beanibazarer Alo

  সিলেট     শুক্রবার, ১৯শে ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ  | ৪ঠা পৌষ, ১৪৩২ বঙ্গাব্দ

সুনামগঞ্জে বিএনপি নেতার মুখে ‘জয়বাংলা’ স্লোগান, ফেসবুকে ভাইরাল

admin

প্রকাশ: ২৬ ফেব্রুয়ারি ২০২৫ | ১২:৫৫ অপরাহ্ণ | আপডেট: ২৬ ফেব্রুয়ারি ২০২৫ | ১২:৫৫ অপরাহ্ণ

ফলো করুন-
সুনামগঞ্জে বিএনপি নেতার মুখে ‘জয়বাংলা’ স্লোগান, ফেসবুকে ভাইরাল

Manual5 Ad Code

দিরাই প্রতিনিধি:
সুনামগঞ্জের দিরাইয়ে এক বিএনপি নেতার মুখে ‘জয় বাংলা’ স্লোগান ফেসবুকে ভাইরাল হয়েছে। যা নিয়ে রীতিমত আলোচনার ঝড় উঠেছে। মঙ্গলবার (২৫ ফেব্রুয়ারি) বিকেলে দিরাই উপজেলা ও পৌর বিএনপির উদ্যোগে বিএনপির একাংশের দলীয় কার্যালয়ে নবগঠিত উপজেলা ও পৌর বিএনপির আহবায়ক কমিটিকে স্বাগত জানিয়ে বিএনপির মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

Manual4 Ad Code

মতবিনিময় সভায় আহবায়ক কমিটিকে স্বাগত জানিয়ে হাসমত আলী নামের এক বিএনপি নেতা বক্তব্যের শেষে ‘জয় বাংলা’ স্লোগান দেওয়া নিয়ে একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হওয়ার পর থেকেই আলোচনার ঝড় উঠেছে।
নবগঠিত দিরাই উপজেলা বিএনপির আহবায়ক আমির হোসেনের সভাপতিত্বে ও দিরাই উপজেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক সেলিম চৌধুরীর সঞ্চালনায় সভায় নবগঠিত পৌর বিএনপির যুগ্ম আহবায়ক মাইদুল হোসেন চৌধুরী উপস্থিত ছিলেন।
তবে উপজেলা বিএনপির ১ম যুগ্ম আহবায়ক মঈনুদ্দিন চৌধুরী মাসুক, পৌর বিএনপির আহবায়ক মিজানুর রহমান, ১ম যুগ্ম আহবায়ক এডভোকেট ইকবাল হোসেন চৌধুরীসহ অন্য নেতারা সেখানে যাননি।

Manual8 Ad Code

সভায় উপজেলা বিএনপির সাবেক সহসভাপতি রশীদ আহমদ চৌধুরী বাচ্চু, প্রচার সম্পাদক আবু সাঈদ চৌধুরীসহ অঙ্গ সংগঠনের নেতারা বক্তব্য দেন। এর আগে কমিটি ঘোষণা হলে উপজেলা আহবায়ক কমিটিকে প্রত্যাখ্যান করে বিক্ষোভ মিছিল করে স্থানীয় বিএনপি।

Manual7 Ad Code

এ বিষয়ে জানতে চাইলে হাসমত আলী বলেন, ‘আমি দীর্ঘদিন দিরাই পৌর যুবদলের সাংগঠনিক সম্পাদক ও সহসভাপতির দায়িত্ব পালন করেছি। সারাজীবন শহীদ জিয়ার আদর্শে বিএনপির রাজনীতিতে যুক্ত আছি। আমি চারদিন ধরে জ্বরে ভুগছি। অসুস্থ শরীর নিয়ে মিটিংয়ে যাই। যা হয়েছে অসাবধানতাবশত হয়েছে।’

শেয়ার করুন