Beanibazarer Alo

  সিলেট     শুক্রবার, ১৯শে ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ  | ৪ঠা পৌষ, ১৪৩২ বঙ্গাব্দ

সুনামগঞ্জে সড়কদুর্ঘ টনায় স্কুলছাত্রীসহ নিহত দুই

admin

প্রকাশ: ১২ অক্টোবর ২০২৩ | ১২:৩৫ অপরাহ্ণ | আপডেট: ১২ অক্টোবর ২০২৩ | ১২:৩৫ অপরাহ্ণ

ফলো করুন-
সুনামগঞ্জে সড়কদুর্ঘ টনায় স্কুলছাত্রীসহ নিহত দুই

Manual7 Ad Code

স্টাফ রিপোর্টার:
সুনামগঞ্জের শান্তিগঞ্জে সিএসজিচালিত অটোরিকশাকে যাত্রীবাহী বাসের চাপা দেয়ার ঘটনায় স্কুলছাত্রীসহ দু’জন নিহত হয়েছেন। গুরুতর আহত হয়েছেন আরও চার জন।

Manual6 Ad Code

বৃহস্পতিবার সকাল ৮টার দিকে উপজেলার পাথারিয়া ইউনিয়নের পাথারিয়া বাজার সংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

Manual5 Ad Code

নিহতরা হলেন, পাথারিয়া সুরমা উচ্চ বিদ্যালয় এন্ড কলেজের ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থী ও দিরাই উপজেলার শরিফপুর গ্রামের সবুজ মিয়ার মেয়ে তাওসিয়া বেগম (১৩) এবং শান্তিগঞ্জ উপজেলার পাগলা হোসেনপুর গ্রামের ইমরান হোসেন (২০)।

Manual5 Ad Code

তাৎক্ষণিকভাবে আহতদের নাম জানা যায়নি। হতাতহরা সবাই সিএনজির যাত্রী।

জানা গেছে, সকালে পাথারিয়া বাজার সংলগ্ন এলাকায় ঢাকা থেকে ছেড়ে আসা দিরাইগামী যাত্রীবাহী সাকিন বাস সুনামগঞ্জমুখী সিএনজিচালিত অটোরিকশাকে সামনে থেকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই দু’জন নিহত হন। পরে পুলিশ ও স্থানীয়দের সহায়তা আহতদের উদ্ধার করে উন্নত চিকিৎসার জন্য হাসপাতালে প্রেরণ করা হয়৷

Manual7 Ad Code

পাথারিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শহিদুল ইসলাম বলেন, সড়ক দুর্ঘটনায় দু’জন নিহতের খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে এসেছি৷ সবার সহযোগিতায় আহতদের হাসপাতালে পাঠানো হয়েছে৷

শান্তিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খালেদ চৌধুরী বলেন, বাস-সিএনজির মুখোমুখি সংঘর্ষে এক স্কুলছাত্রীসহ দু’জন নিহত হয়েছেন৷ আহতদের উদ্ধার করে উন্নত চিকিৎসার জন্য হাসপাতালে প্রেরণ করা হয়েছে। ঘাতক বাসটি আটক করা হয়েছে।

শেয়ার করুন