সুনামগঞ্জে সড়কে প্রাণ হারালেন পুলিশ কর্মকর্তা
৩১ মার্চ ২০২৪, ০৭:৪৭ অপরাহ্ণ
সুনামগঞ্জ প্রতিনিধি:
সুনামগঞ্জ সিলেট সড়কের শান্তিগঞ্জে সড়কে প্রাইভেট কার নিয়ন্ত্রণ হারিয়ে বৈদ্যুতিক খুটি ও গাছের সঙ্গে ধাক্কা খেয়ে পুলিশের এসআই নিহত ও আরেক এসআই আহত হয়েছেন। রবিবার সকাল ১১টায় সুনামগঞ্জ সিলেট সড়কের শান্তিগঞ্জ উপজেলার পূর্বপাগলা ইউনিয়নের নোয়াগাও গ্রামে এই মর্মান্তিক সড়ক দুর্ঘটনা ঘটে। নিহত এসআই মহিউদ্দিন ও আহত এএসআই মামুন আহমদ সুনামগঞ্জ কোর্টে দায়িত্ব পালন করেন।
শান্তিগঞ্জ থানার ওসি কাজী মোক্তাদীর হোসেন জানান, সিলেট থেকে একটি প্রাইভেট কারে করে এসআই মহিউদ্দিন ও এসআই মামুন সুনামগঞ্জে আসছিলেন। রবিবার সকাল ১১টায় শান্তিগঞ্জের নোয়াগাও গ্রামের পাশে নিয়ন্ত্রণ হারিয়ে প্রথমে বৈদ্যুতিক খুটির সঙ্গে ধাক্কা খায়। পরে পাশের গাছের সঙ্গেও ধাক্কা খায়। ঘটনাস্থলেই এসআই মহিউদ্দিন মারা যান। গুরুতর আহত হন এএসআই মামুন আহমদ। স্থানীয়রা তাকে আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে কৈতক হাসপাতালে প্রেরণ করলে কর্তব্যরত চিকিৎক আশঙ্কাজনক অবস্থায় সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন। নিহতের মরদেহ পরিবারের কাছে আইনী প্রক্রিয়া শেষে হস্থান্তরের প্রক্রিয়া চলছে বলে জানান তিনি।