Beanibazarer Alo

  সিলেট     শুক্রবার, ১৯শে ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ  | ৪ঠা পৌষ, ১৪৩২ বঙ্গাব্দ

সুনামগঞ্জ পৌরসভার সাবেক কাউন্সিলর কারাগারে

admin

প্রকাশ: ২১ জানুয়ারি ২০২৫ | ০৫:৫৩ অপরাহ্ণ | আপডেট: ২১ জানুয়ারি ২০২৫ | ০৫:৫৩ অপরাহ্ণ

ফলো করুন-
সুনামগঞ্জ পৌরসভার সাবেক কাউন্সিলর কারাগারে

Manual6 Ad Code

সুনামগঞ্জ সংবাদদাতা:
সুনামগঞ্জে বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনের সময় আন্দোলনকারীদের ওপর হামলা মামলায় সুনামগঞ্জ পৌরসভার সাবেক কাউন্সিলর আহসান জামিল আনাছকে কারাগারে পাঠিয়েছে আদালত।

Manual3 Ad Code

মঙ্গলবার সুনামগঞ্জের চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হাজির হয়ে জামিন চাইলে আদালতের বিচারক রোকন উদ্দিন কবির জামিনের আবেদন না মঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন।

Manual5 Ad Code

সুনামগঞ্জ পৌর শহরে গত ৪ আগস্ট ছাত্র জনতার আন্দোলনের সময় আন্দোলনকারীদের ওপর হামলার ঘটনায় দায়ের করা মামলার এজহারভুক্ত আসামি তিনি। জামিন নামঞ্জুরের বিষয়টি নিশ্চিত করেছেন আহসান জামিলের আইনজীবী রবিউল লেইস রোকেস।

Manual4 Ad Code

প্রসঙ্গত, গেল ৪ আগস্ট সুনামগঞ্জ শহরের পুরাতন বাসস্টেশনে ছাত্র-জনতার আন্দোলনে পুলিশ ও আওয়ামী লীগের হামলার ঘটনায় গুলিবিদ্ধ হয়ে আহত হন দোয়ারাবাজার উপজেলার এরোয়াখাই গ্রামের জহুর আলী। জহুর আলীর ভাই হাফিজ আহমদ এই ঘটনায় গত ২ সেপ্টেম্বর ৯৯ জনের নামোল্লেখ করে ২০০ জনকে আসামী করে মামলা দায়ের করেন। এই মামলায় ইতোমধ্যে সাবেক মন্ত্রী এমএ মান্নান, সাবেক এমপি জেলা আওয়ামী লীগের সহসভাপতি মুহবিুর রহমান মানিকসহ আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের ১২০ জন গ্রেপ্তার হয়েছেন। আবার এমএ মান্নান ও মুহিবুর রহমান মানিকসহ কিছু নেতা জামিনে মুক্তি পেয়েছেন।

উল্লেখ্য, এই মামলায় কারাগারে আটক আছেন জেলা আওয়ামী লীগের সহ সভাপতি পৌরসভার সাবেক মেয়র নাদের বখত, আওয়ামী লীগ নেতা সাহারুল আফজল, জেলা সেচ্ছাসেবক লীগের সভাপতি সুয়েব আহমদ চৌধুরী, সাধারণ সম্পাদক জুবের আহমদ অপু, ছাত্রলীগকর্মী মসিবুর রহমান।

শেয়ার করুন