সুরমা গেইট থেকে দুই ট্রাক ‘বুঙ্গার’ চিনি জব্দ
০৬ নভে ২০২৪, ১১:৪৭ পূর্বাহ্ণ
স্টাফ রিপোর্টার:
সিলেট মহানগরীর সুরমা গেইট এলাকা দুই ট্রাক ভারতীয় ‘বুঙ্গার’ চিনি জব্দ করেছে পুলিশ। মঙ্গলবার সকাল ১১টার দিকে শাহপরাণ থানাপুলিশ চিনিভর্তি ট্রাক দুটি আটক করেন। এসময় আটক করা হয় ৩ জনকে।
পুলিশ জানায়, দুই ট্রাকে ৪৩০ বস্তা ভারতীয় চিনি ছিল। জব্দকৃত চিনির বাজার মূল্য প্রায় ২৫ লাখ ২৮ হাজার ৪০০ টাকা।
আটককৃতরা হলেন-
সিলেটের গোলাপগঞ্জ থানার নুরপুর দরগাবাজারের আখলাছ আলীর ছেলে মো. হোসেন আহমদ (২৫), কানাইঘাট উপজেলার দীঘিরপাড় গ্রামের হাফিজ আবদুল কুদ্দুছের ছেলৈ কাওছার আহমদ (৩৫) ও একই উপজেলার দুলাই নয়ামাটি গ্রামের সুরুজ আলীর ছেলে মো. নিজাম উদ্দিন (৪৫)।