Beanibazarer Alo

  সিলেট     শুক্রবার, ১৯শে ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ  | ৪ঠা পৌষ, ১৪৩২ বঙ্গাব্দ

সুরমা নদীতে ডুবে স্কুলছাত্রের মৃত্যু

admin

প্রকাশ: ২৫ ফেব্রুয়ারি ২০২৪ | ১২:০৩ অপরাহ্ণ | আপডেট: ২৫ ফেব্রুয়ারি ২০২৪ | ১২:০৩ অপরাহ্ণ

ফলো করুন-
সুরমা নদীতে ডুবে স্কুলছাত্রের মৃত্যু

Manual5 Ad Code

সুনামগঞ্জ প্রতিনিধি:
সুনামগঞ্জ পৌর শহরের নবীনগরে সুরমা নদীতে ডুবে ওবায়দুল হক (১৫) নামে এক স্কুলছাত্রের মৃত্যু হয়েছে। সে নবীননগর এলাকার ফারুক মিয়ার ছেলে।

Manual3 Ad Code

স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার (২৪ ফেব্রুয়ারি) দুপুরে নবীনগর বক্ষব্যাধি হাসপাতাল এলাকায় ফুটবল খেলছিল ওবায়দুল হকসহ এলাকার কিছু কিশোর ও তরুণ। এক পর্যায়ে সুরমা নদীতে ফুটবল পড়ে গেলে ফুটবল খোঁজে আনতে গিয়ে সুরমা নদীতে পড়ে নিখোঁজ হয় ওবায়দুল। অনেক খোঁজাখুঁজি করে সন্ধান না পাওয়ায় ফায়ার সার্ভিসকে খবর দেন স্থানীয়রা।

Manual3 Ad Code

ফায়ার সার্ভিসের ডুবুরি দলের চেষ্টায় ওবায়দুলকে উদ্ধার করে সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন।

Manual6 Ad Code

সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আবুল হোসেন জানান, ছেলেটি আমার প্রতিবেশী। সে সরকারি জুবিলী উচ্চ বিদ্যালয়ের ছাত্র। সে সাঁতার জানতো না। সকালে ঘটনাস্থলের পাশেই ফুটবল খেলছিল। একসময় নদীতে ফুটবলে পড়ে যায়। ফুটবল আনতে গিয়ে নদীতে পড়ে নিখোঁজ হয়। পরে নদী থেকে তার লাশ উদ্ধার করা হয়।
মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন সদর থানার অফিসার ইনচার্জ মো. খালেদ চৌধুরী ।

শেয়ার করুন