Beanibazarer Alo

  সিলেট     রবিবার, ১৪ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ  | ২৯শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ

সেই বিতর্কিত চুমুর ছবি নিয়ে আবারও মুখ খুললেন পূজা

admin

প্রকাশ: ১২ সেপ্টেম্বর ২০২৩ | ১২:৫৮ অপরাহ্ণ | আপডেট: ১২ সেপ্টেম্বর ২০২৩ | ১২:৫৮ অপরাহ্ণ

ফলো করুন-
সেই বিতর্কিত চুমুর ছবি নিয়ে আবারও মুখ খুললেন পূজা

Manual3 Ad Code

অনলাইন ডেস্ক:
সবেমাত্র কৈশোর পেরিয়ে যৌবনে পা দিয়েছেন। ঠিক তখনি বিতর্কে জড়ান বলিউড অভিনেত্রী ও নির্মাতা পূজা ভাট। ‘৯০-এর দশকে ফিল্ম ফেয়ার ম্যাগাজিনের প্রচ্ছদে প্রকাশ হয় বাবা মহেশ ভাটের সঙ্গে পূজার চুমুর ছবি। দাবানলের মতো ছড়িয়ে পরে সেই ছবি। চরম কটাক্ষের শিকার হন তারা।

তখনকার এ ঘটনা নিয়ে আবারও কথা বললেন পূজা ভাট। ভারতীয় সংবাদমাধ্যম ডিএনএর তথ্য অনুযায়ী সম্প্রতি সিদ্ধার্থ কান্নানের একটি শোতে উপস্থিত হন পূজা ভাট। সেখানে এই চুমুকাণ্ড নিয়ে তার অনুশোচনা হয় কিনা জানতে চাইলে পূজা সরাসরি ‘না’ বলে দেন।

এর কারণ ব্যাখ্যা করে তিনি বলেন, ‘প্রায়ই দেখবেন, সন্তান তার মা-বাবাকে বলছে আমাকে একটা চুমু দাও। আমার কাছে এটা স্বাভাবিক একটা ঘটনা। লোকজন একে ভুলভাবে উপস্থাপন করেছে। আমার মনে আছে শাহরুখ খান আমাকে বলেছিল মা-বাবার কাছে সন্তানরা ছোটই থাকে। এই বয়সেও আমি আমার বাবার কাছে ১০ পাউন্ডের একটি শিশু। আমার বাবা আমার কাছে এমনই থাকবেন।’

Manual1 Ad Code

সেই ঘটনা নিয়ে এখনও বিতর্ক রয়েছে। আর এই বিতর্ককে উসকে দিয়েছে খোদ মহেশ ভাট। ঘটনার পর এই বিষয়টা স্পষ্ট করতে তখন গণমাধ্যমের মুখোমুখি হয়েছিলেন মহেশ ভাট। সেখানে তিনি বলেছিলেন, ‘পূজা যদি আমার মেয়ে না হতো, তাহলে আমি তাকে বিয়ে করতাম।’

Manual1 Ad Code

জনপ্রিয় এই পরিচালকের এই মন্তব্যের পর আরও বেশি কটাক্ষের শিকার হয়েছিলেন তারা।

Manual8 Ad Code

শেয়ার করুন