Beanibazarer Alo

  সিলেট     বৃহস্পতিবার, ১৮ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ  | ৩রা পৌষ, ১৪৩২ বঙ্গাব্দ

সৌদিতে হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গেলেন সিলেট জকিগঞ্জের যুবক

admin

প্রকাশ: ২৪ জানুয়ারি ২০২৪ | ০৫:৪৬ অপরাহ্ণ | আপডেট: ২৪ জানুয়ারি ২০২৪ | ০৫:৪৬ অপরাহ্ণ

ফলো করুন-
সৌদিতে হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গেলেন সিলেট জকিগঞ্জের যুবক

Manual2 Ad Code

স্টাফ রিপোর্টার:
সৌদি আরবে হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গেছেন এক যুবক। মো. একরাম উদ্দিন (৩৯) নামের এ যুবক মঙ্গলবার দিবাগত স্থানীয় সময় রাত ১টার দিকে সৌদির দাম্মাম শহরে তার বাসায় আক্রান্ত হন। ততক্ষণাৎ তাঁর ভাই ও সহকর্মীরা তাঁকে নিয়ে নিকটস্থ হাসপাতালে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

Manual4 Ad Code

একরাম উদ্দিন সিলেটের জকিগঞ্জ উপজেলার নিয়াগোল (মুনশিপাড়া) গ্রামের তখই মিয়ার ছেলে। তার দুটি শিশুসন্তান রয়েছে।

Manual2 Ad Code

একরাম দীর্ঘদিন ধরে প্রবাসে ছিলেন। সঙ্গে আছেন তাঁর ৩ ভাই। একই বাসায় থাকতেন তারা।

Manual5 Ad Code

নিহতের বড় ভাই ইসলাম উদ্দিন বলেন- মঙ্গলবার রাতে কাজ থেকে ফিরে বাসায় রাত ১টার দিকে সবাই একসঙ্গে খাবার খাচ্ছিলেন। এসময় একরামের বুকে ব্যথা শুরু হলে ভাই ও সহকর্মীরা দ্রুত তাকে নিয়ে নিকটস্থ হাসপাতালে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

লাশ দেশে নিয়ে আসার প্রক্রিয়া চলছে বলে জানান ইসলাম উদ্দিন।

শেয়ার করুন