স্কুল ছাত্র তানভীর হত্যা মামলায় ৩ জনের ফাঁসি

Daily Ajker Sylhet

admin

৩০ এপ্রি ২০২৪, ০৭:০২ অপরাহ্ণ


স্কুল ছাত্র তানভীর হত্যা মামলায় ৩ জনের ফাঁসি

স্টাফ রিপোর্টার:
হবিগঞ্জের শায়েস্তাগঞ্জে স্কুলছাত্র তানভীর হত্যা মামলায় ৩ জনের ফাঁসির আদেশ ও ১ জনকে ৩ বছরের কারাদণ্ডের আদেশ দিয়েছেন দ্রুত বিচার ট্রাইবুনাল।

মঙ্গলবার (৩০ এপ্রিল) সিলেট দ্রুত বিচার ট্রাইবুনালের বিচারক স্বপন কুমার সরকার আসামিদের উপস্থিতিতে এ আদেশ দেন। ৩ আসামীকে ১ লক্ষ করে টাকা জরিমানা করেন, অপর জনকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

ফাঁসির আসামীরা হলেন- উপজেলার পশ্চিম নছরতপুর গ্রামের সৈয়দ আলীর ছেলে উজ্জ্বল মিয়া (২৫) ও নূরপুর গ্রামের মলাই মিয়ার ছেলে শান্ত (২৬) ও বাছিরগঞ্জ বাজারের জলিল কবিরাজের ছেলে জাহিদ মিয়া (২৮)। কারাদণ্ড প্রাপ্ত আসামী হলো- মরমা গ্রামের মৃত মরম আলীর ছেলে লিমন।

সিলেট কোর্টের পিপি স‌রোয়ার আহমদ চৌধুরী এ তথ্য নিশ্চিত করেন।

তিনি বলেন, আসামীরা পরিকল্পনা করে খুব নির্মম ভাবে তানভীরকে হত্যা করে তার লাশ পুঁতে রাখা হয়েছিল। তবে আসামিরা একদিন পরেই গ্রেফতার হয়েছিল এবং তারা স্বীকার করে। তাদের দেখানো মতেই লাশ ও আলামত উদ্ধার করা হয়েছে। মাননীয় আদালতের কাছে স্বীকারোক্তি অনুযায়ী ২১ জনের সাক্ষীর মাধ্যমে তাদের দোষ প্রমানিত হওয়ায় আজকে সিলেট দ্রুত বিচার ট্রাইবুনালের বিচারক স্বপন কুমার সরকার তাদের ফাঁসির আদেশ দেন।

Sharing is caring!