Beanibazarer Alo

  সিলেট     শুক্রবার, ১৯শে ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ  | ৪ঠা পৌষ, ১৪৩২ বঙ্গাব্দ

স্ত্রীকে শ্বাস রোধ করে হত্যা, সিলেটে স্বামী গ্রেফতার

admin

প্রকাশ: ১৭ সেপ্টেম্বর ২০২৪ | ০৩:৫৫ অপরাহ্ণ | আপডেট: ১৭ সেপ্টেম্বর ২০২৪ | ০৩:৫৫ অপরাহ্ণ

ফলো করুন-
স্ত্রীকে শ্বাস রোধ করে হত্যা, সিলেটে স্বামী গ্রেফতার

Manual7 Ad Code

স্টাফ রিপোর্টার:
চট্টগ্রাম নগরের বন্দর থানার কলসী দীঘিরপাড় এলাকায় এক নারীকে শ্বাসরোধ করে হত্যার মামলায় তাঁর স্বামী মো. পেয়ার আহাম্মদ প্রকাশ রিপনকে (৩৯) সিলেট থেকে গ্রেফতার করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)।

Manual2 Ad Code

রবিবার রাতে র‍্যাব-৯ ও র‍্যাব-৭ এর টিম সিলেটের গোয়াইনঘাট থানার বগাইয়া হাওর এলাকার একটি বাড়ি থেকে পেয়ার আহাম্মদকে গ্রেপ্তার করে।

Manual8 Ad Code

র‍্যাব জানায়, পারিবারিক কলহের জেরে পেয়ার আহাম্মদ স্ত্রী হালিমাকে (২৮) হত্যা করেন বলে মামলায় উল্লেখ করা হয়েছে। এ দম্পতি দুই সন্তানসহ চট্টগ্রামের কলসী দীঘিরপাড় এলাকায় থাকতেন।

ওই বাসার কেয়ারটেকার গত ১৬ আগস্ট দুপুরে নিহতের ভাই মো. ইমরানকে জানিয়েছিলেন, হালিমার ঘর থেকে দুই দিন কোনো সাড়াশব্দ পাওয়া যাচ্ছিল না। তাই পুলিশে খবর দেওয়া হয়। পুলিশসহ ঘটনাস্থলে গিয়ে ঘরের দরজা ভেঙে হালিমার অর্ধগলিত লাশ উদ্ধার করা হয়।

এ ঘটনায় নিহত ব্যক্তির ভাই মো. ইমরান বাদী হয়ে বন্দর থানায় মামলা করেন। ঘটনার পর থেকে পেয়ার আহাম্মদ পলাতক ছিলেন।

Manual8 Ad Code

গোপন তথ্যের ভিত্তিতে রোববার রাতে র‌্যাব-৭ (চট্টগ্রাম) এবং র‌্যাব-৯ (সিলেট)–এর যৌথ অভিযানে পেয়ার আহাম্মদকে গ্রেফতার করা হয়। পরে তাকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করে র‌্যাব।

র‍্যাব-৭-এর সহকারী পরিচালক (গণমাধ্যম) মো. শরিফ-উল- আলম বলেন, পেয়ার আহাম্মদ পেশায় রাজমিস্ত্রি। তিনি নিয়মিত কাজ করতেন না। বেশিরভাগ সময় বেকার অবস্থায় ঘোরাফেরা এবং মানুষের কাছে টাকাপয়সা ধার করতেন। টাকাপয়সার জন্য তিনি স্ত্রী হালিমাকে মারধর করতেন। একপর্যায়ে হালিমাকে হত্যা করেন পেয়ার আহাম্মদ।

Manual6 Ad Code

শেয়ার করুন