স্ত্রীকে হত্যার দায়ে স্বামীর মৃত্যুদণ্ড

Daily Ajker Sylhet

admin

০২ জানু ২০২৫, ০৫:১৬ অপরাহ্ণ


স্ত্রীকে হত্যার দায়ে স্বামীর মৃত্যুদণ্ড

জামালপুর প্রতিনিধি:
জামালপুরে যৌতুকের দাবিতে অন্তঃসত্ত্বা স্ত্রী তাহমিনা জান্নাতকে হত্যার দায়ে স্বামী উজ্জ্বল মাহমুদকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। সেই সঙ্গে মামলার ১২ আসামিকে খালাস দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার দুপুরে জামালপুর জেলা ও দায়রা জজ আদালতের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে-১ এর বিচারক মুহাম্মদ রফিকুল ইসলাম এ আদেশ দেন।

রাষ্ট্র পক্ষের আইনজীবী ফজলুল হক জানান, ২০২৩ সালের ফেব্রুয়ারিতে বিয়ের পর স্ত্রী তাহমিনা জান্নাতকে যৌতুকের দাবিতে নির্যাতন করে আসছিল উজ্জল মাহমুদ। দুই মাস পর ঈদুল-ফিতরের সময় ৫ লাখ টাকার জন্য তাহমিনা জান্নাতকে মারধরের পর হত্যা করা হয়৷ এ ঘটনায় ১৯ এপ্রিল মামলা দায়ের করে নিহতের বাবা ইব্রাহিম খলিল। সেই মামলায় আসামি উজ্জল মাহমুদকে মৃত্যুদণ্ডসহ ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। এছাড়া বাকি ১২ আসামিকে বেকসুর খালাস দেন আদালত। মামলায় ১৫ জন স্বাক্ষীর স্বাক্ষ্য গ্রহণ করা হয়।

Sharing is caring!