Beanibazarer Alo

  সিলেট     বৃহস্পতিবার, ১৮ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ  | ৩রা পৌষ, ১৪৩২ বঙ্গাব্দ

স্ত্রীকে হত্যার দায়ে স্বামীর মৃত্যুদণ্ড

admin

প্রকাশ: ০২ জানুয়ারি ২০২৫ | ০৫:১৬ অপরাহ্ণ | আপডেট: ০২ জানুয়ারি ২০২৫ | ০৫:১৬ অপরাহ্ণ

ফলো করুন-
স্ত্রীকে হত্যার দায়ে স্বামীর মৃত্যুদণ্ড

Manual7 Ad Code

জামালপুর প্রতিনিধি:
জামালপুরে যৌতুকের দাবিতে অন্তঃসত্ত্বা স্ত্রী তাহমিনা জান্নাতকে হত্যার দায়ে স্বামী উজ্জ্বল মাহমুদকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। সেই সঙ্গে মামলার ১২ আসামিকে খালাস দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার দুপুরে জামালপুর জেলা ও দায়রা জজ আদালতের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে-১ এর বিচারক মুহাম্মদ রফিকুল ইসলাম এ আদেশ দেন।

Manual3 Ad Code

রাষ্ট্র পক্ষের আইনজীবী ফজলুল হক জানান, ২০২৩ সালের ফেব্রুয়ারিতে বিয়ের পর স্ত্রী তাহমিনা জান্নাতকে যৌতুকের দাবিতে নির্যাতন করে আসছিল উজ্জল মাহমুদ। দুই মাস পর ঈদুল-ফিতরের সময় ৫ লাখ টাকার জন্য তাহমিনা জান্নাতকে মারধরের পর হত্যা করা হয়৷ এ ঘটনায় ১৯ এপ্রিল মামলা দায়ের করে নিহতের বাবা ইব্রাহিম খলিল। সেই মামলায় আসামি উজ্জল মাহমুদকে মৃত্যুদণ্ডসহ ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। এছাড়া বাকি ১২ আসামিকে বেকসুর খালাস দেন আদালত। মামলায় ১৫ জন স্বাক্ষীর স্বাক্ষ্য গ্রহণ করা হয়।

Manual4 Ad Code

শেয়ার করুন