স্ত্রীর সঙ্গে অভিমান, বিষপানে গেল প্রাণ
১০ এপ্রি ২০২৩, ০২:১৮ অপরাহ্ণ
সুনামগঞ্জ প্রতিনিধি:
সুনামগঞ্জের মধ্যনগরে স্ত্রীর সঙ্গে অভিমান করে বিষপানে আত্মহত্যা করেছেন এক দিনমজুর।
রোববার (৯ এপ্রিল) দুপুর ১টার দিকে উপজেলার বংশীকুন্ডা উত্তর ইউনিয়নের লক্ষীপুর গ্রামে এ ঘটনা ঘটে। ওই দিনমজুরের নাম মো. সুরুজ আলী (৪৫)। তিনি একই গ্রামের ইমান আলীর ছেলে।
মধ্যনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাহিদুল হক বিষয়টি নিশ্চিত করেছেন।
স্থানীয় সূত্রে জানা যায়, সুরুজ আলী ও তার স্ত্রীর মধ্যে দীর্ঘদিন ধরে মনোমালিন্য ও পারিবারিক কলহ লেগেই থাকতো। এরই জেরে রোববার দুপুরে অভিমান করে কীটনাশক জাতীয় বিষপান করে মো. সুরুজ আলী আত্মহত্যা করেন। পরে স্থানীয়রা মধ্যনগর থানা পুলিশকে খবর দিলে ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে।
ওসি মো. জাহিদুল হক জানান, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সুনামগঞ্জ সদর হাসপাতালে পাঠানো হয়েছে।