Beanibazarer Alo

  সিলেট     মঙ্গলবার, ১৬ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ  | ১লা পৌষ, ১৪৩২ বঙ্গাব্দ

স্ত্রীর স্বীকৃতি চাওয়ায় নববধূকে হাতুড়িপেটা

admin

প্রকাশ: ১৮ এপ্রিল ২০২৪ | ১১:৫১ পূর্বাহ্ণ | আপডেট: ১৮ এপ্রিল ২০২৪ | ১১:৫১ পূর্বাহ্ণ

ফলো করুন-
স্ত্রীর স্বীকৃতি চাওয়ায় নববধূকে হাতুড়িপেটা

Manual4 Ad Code

ফরিদপুর প্রতিনিধি:
ফরিদপুরের সালথা উপজেলায় স্ত্রীর স্বীকৃতি চাওয়ায় এক নববধূকে হাতুড়িপেটা করেছে শ্বশুরবাড়ির লোকজন। পরে পুলিশের সহায়তায় নববধূ মোরশেদা খানমকে গুরুতর আহতাবস্থায় উদ্ধার করে নগরকান্দা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

Manual4 Ad Code

ঘটনাটি ঘটেছে বুধবার সন্ধ্যায় সালথা উপজেলার বল্লভদী ইউনিয়নের পূর্বফুলবাড়িয়া গ্রামে।

জানা গেছে, সালথা উপজেলার বল্লভদী ইউনিয়নের পূর্বফুলবাড়িয়া গ্রামের দুলাল শেখের ছেলে নিশাত শেখের সঙ্গে মাঝারদিয়া ইউনিয়নের চান্দাখোলা গ্রামের সিদ্দিক সরদারের মেয়ে মোরশেদা খানমের প্রেমের সম্পর্ক ছিল। এই সম্পর্কের জের ধরে গত ৯ এপ্রিল তারা নিজেরাই বিয়ে করেন। বিয়ের পর থেকে স্ত্রীর সঙ্গে সব ধরনের যোগাযোগ বন্ধ করে দেন স্বামী নিশাত। মোরশেদা বাধ্য হয়ে বুধবার স্বামীর বাড়িতে অবস্থান নেন এবং স্ত্রীর স্বীকৃতির দাবিতে স্বামীর বাড়িতে অনশন শুরু করেন। স্ত্রীর স্বীকৃতির দাবিতে স্বামীর বাড়িতে যাওয়ার পর শ্বশুরবাড়ির লোকেরা নববধূকে হাতুড়িপেটা করে গুরুতর আহত করেন। মোরশেদার বড় বোন এ সময় ৯৯৯-এ ফোন দিলে পুলিশ ঘটনাস্থলে এসে মোরশেদাকে উদ্ধার করে।

নববধূ মোরশেদা খানম বলেন, নিশাতের সঙ্গে আমার ফেসবুকের মাধ্যমে পরিচয়। দীর্ঘ ৯ মাস ধরে তার সঙ্গে আমার প্রেমের সম্পর্ক ছিল। আমাদের বাড়িতে সে যাওয়া-আসা করত নিয়মিত। গত ৯ এপ্রিল নিশাতের সম্মতিতে আমাদের বাড়িতে আমরা বিয়ে করি। সে আমার সঙ্গে রাতযাপন করে সকালে পালিয়ে চলে আসে। এর পর এক সপ্তাহ পার হয়ে গেলেও আমার সঙ্গে বা আমার পরিবারের সঙ্গে কোনো যোগাযোগ করেনি। এ জন্য আমি আমার স্বামীর বাড়িতে চলে আসি। কিন্তু আমার স্বামী ও শ্বশুরবাড়ির লোকেরা আমাকে হাতুড়ি দিয়ে পিটিয়ে মেরে ফেলার চেষ্টা করে।

Manual2 Ad Code

সিনিয়র সহকারী পুলিশ সুপার (নগরকান্দা সার্কেল) আসাদুজ্জামান শাকিল বলেন, লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Manual4 Ad Code

শেয়ার করুন