Beanibazarer Alo

  সিলেট     শুক্রবার, ১৯শে ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ  | ৪ঠা পৌষ, ১৪৩২ বঙ্গাব্দ

স্বামীকে পিটিয়ে হত্যার দায়ে স্ত্রীর যাবজ্জীবন

admin

প্রকাশ: ২৮ ফেব্রুয়ারি ২০২৪ | ০৭:৫০ অপরাহ্ণ | আপডেট: ২৮ ফেব্রুয়ারি ২০২৪ | ০৭:৫০ অপরাহ্ণ

ফলো করুন-
স্বামীকে পিটিয়ে হত্যার দায়ে স্ত্রীর যাবজ্জীবন

Manual8 Ad Code

রাজবাড়ী প্রতিনিধি:
রাজবাড়ীর বালিয়াকান্দিতে স্বামীকে লোহার রড দিয়ে পিটিয়ে হত্যার দায়ে স্ত্রী সাহিদা বেগমকে (৫৭) যাবজ্জীবন কারাদণ্ডের আদেশ দিয়েছেন আদালত। সেই সঙ্গে ২০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও এক বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে।

বুধবার (২৮ ফেব্রুয়ারি) সকালে রাজবাড়ী জেলা ও দায়রা জজ আদালতের বিচারক জাকিয়া পারভীন এ রায় দেন। এসময় আদালতে উপস্থিত ছিলেন দণ্ডপ্রাপ্ত আসামি।

Manual7 Ad Code

আসামি সাহিদা বেগম বালিয়াকান্দির বংকুর গ্রামের মৃত আশরাফ সানার স্ত্রী।

Manual3 Ad Code

পাবিরারিক কলহের কারণে ২০১২ সালের ৪ ডিসেম্বর রড দিয়ে পিটিয়ে স্বামী আশরাফকে হত্যার অভিযোগে মামলা হয়। পরে তাকে গ্রেপ্তার করে আদালতে পাঠায় পুলিশ। সাহিদা বেগম ৯ মাস কারাভোগের পর থেকে জামিনে ছিলেন। রায় প্রদানের সময় আদালতে উপস্থিত হলে আদালত সাহিদা বেগমকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

Manual1 Ad Code

রাজবাড়ীর জজ কোর্টের পাবলিক প্রসিকিউটর (পিপি) উজির আলী শেখ বলেন, ‌‘আদালত দীর্ঘ শুনানী শেষে ১২ বছর পর—এই হত্যা মামলার রায় দিলেন। এই রায়ে আমরা সন্তুষ্ট।’

শেয়ার করুন