Beanibazarer Alo

  সিলেট     শুক্রবার, ১৯শে ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ  | ৪ঠা পৌষ, ১৪৩২ বঙ্গাব্দ

স্বামীর ৩ ঘণ্টা পর প্রাণ হারালেন স্ত্রী

admin

প্রকাশ: ০২ মে ২০২৪ | ১১:৩৬ পূর্বাহ্ণ | আপডেট: ০২ মে ২০২৪ | ১১:৩৬ পূর্বাহ্ণ

ফলো করুন-
স্বামীর ৩ ঘণ্টা পর প্রাণ হারালেন স্ত্রী

Manual3 Ad Code

বাঘা প্রতিনিধি:
রাজশাহীর বাঘায় স্বামীর মৃত্যুর ৩ ঘণ্টা পর স্ত্রীর মৃত্যু হয়েছে। বুধবার রাত সাড়ে ১২টার দিকে স্বামী সেকেন্দার আলী গাজী (৭০) ও রাত সাড়ে ৩টার দিকে স্ত্রী আনোয়ারা বেগম (৬০) মারা যান।

Manual4 Ad Code

তারা গড়গড়ি ইউনিয়নের চাঁদপুর ব্যাংগাড়ি গ্রামের স্বামী-স্ত্রী দম্পতি। তাদের বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টায় চাঁদপুর ব্যাংগাড়ি গোরস্তান মাঠে জানাজা শেষে দাফন করা হয়।

জানা যায়, সেকেন্দার আলী গাজীকে বৃহস্পতিবার সকালে অসুস্থতার কারণে রাজশাহীতে ডাক্তার দেখিয়ে বাড়িতে আনা হয়। এর পর তিনি ভালোই ছিলেন। হঠাৎ রাত সাড়ে ১২টার দিকে অসুস্থ হয়ে নিজ বাড়িতে মারা যান তিনি। তার মৃত্যুর বিষয়ে জানতে পেরে স্ত্রী আনোয়ারা বেগম ৩ ঘণ্টা পর রাত সাড়ে ৩টার দিকে নিজ বাড়িতে মারা যান। তবে স্ত্রী আনোয়ারা বেগম বেশ কিছু দিন থেকে স্ট্রোক করে অসুস্থ হয়ে শয্যাশায়ী ছিলেন। তিনি কোনো কথা বলতে পারতেন না।

Manual1 Ad Code

বিষয়টি নিশ্চিত করেন সেকেন্দার আলী গাজীর চাচাতো ভাই গড়গড়ি ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও আবদুল গনি মহাবিদ্যালয়ের ভারপ্রাপ্ত অধ্যক্ষ আনিসুর রহমান। সেকেন্দার-আনোয়ারা দম্পতির ৪ ছেলে ও ২ মেয়ে রয়েছে।

Manual3 Ad Code

শেয়ার করুন