Beanibazarer Alo

  সিলেট     শনিবার, ৬ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ  | ২১শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ

হবিগঞ্জের সাবেক এমপিসহ ২শ জনের বিরুদ্ধে মামলা

admin

প্রকাশ: ১৫ মার্চ ২০২৫ | ১২:৫৯ অপরাহ্ণ | আপডেট: ১৫ মার্চ ২০২৫ | ১২:৫৯ অপরাহ্ণ

ফলো করুন-
হবিগঞ্জের সাবেক এমপিসহ ২শ জনের বিরুদ্ধে মামলা

Manual3 Ad Code

হবিগঞ্জ সংবাদদাতা:
হবিগঞ্জে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলার অভিযোগে সাবেক সংসদ সদস্য, সাবেক উপজেলা পরিষদ চেয়ারম্যান ও সাবেক পৌর মেয়রসহ ২০০ জনের বিরুদ্ধে আরও একটি মামলা করা হয়েছে।

Manual4 Ad Code

বৃহস্পতিবার মাধবপুর উপজেলার বাঘাসুরা গ্রামের তাউছ মিয়ার ছেলে ইমরান মিয়া হবিগঞ্জ সদর মডেল থানায় এ মামলা করেন। মামলায় মোট ৪০ জনের নাম উল্লেখ করে আরও ২০০ জনকে অজ্ঞাত আসামি করা হয়।

Manual8 Ad Code

সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আলমগীর কবির মামলার বিষয়টি নিশ্চিত করেছেন। মামলার অন্যতম আসামিরা হলেন- সাবেক এমপি ও জেলা আওয়ামী লীগ সভাপতি আবু জাহির, সাবেক উপজেলা চেয়ারম্যান মোতাচ্ছিরুল ইসলাম, সাবেক পৌর মেয়র আতাউর রহমান সেলিম, যুবলীগ সভাপতি আবুল কাশেম চৌধুরী, নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের সাধারণ সম্পাদক ফয়জুর রহমান রবিন।

মামলার অভিযোগে জানা গেছে, গত বছরের ৪ আগস্ট বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলন চলাকালে শান্তিপূর্ণ মিছিল বের করা হয়। দুপুরে মিছিলটি জেলা প্রশাসক কার্যালয়ের আশপাশের এলাকায় পৌঁছলে শান্তিপূর্ণ মিছিলে জেলা আওয়ামী লীগ সভাপতি সাবেক এমপি আবু জাহিরের নেতৃত্বে আওয়ামী লীগ নেতাকর্মীরা হামলা চালান। এ সময় গুলিবিদ্ধ হয়ে আহত হন মামলার বাদী ইমরান মিয়া। পরে তিনি এ মামলা করেন।

Manual6 Ad Code

শেয়ার করুন