Beanibazarer Alo

  সিলেট     বৃহস্পতিবার, ১৮ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ  | ৩রা পৌষ, ১৪৩২ বঙ্গাব্দ

হবিগঞ্জে ট্রেনের ধাক্কায় পথচারী নিহত

admin

প্রকাশ: ০১ এপ্রিল ২০২৪ | ০৫:০৮ অপরাহ্ণ | আপডেট: ০১ এপ্রিল ২০২৪ | ০৫:০৮ অপরাহ্ণ

ফলো করুন-
হবিগঞ্জে ট্রেনের ধাক্কায় পথচারী নিহত

Manual8 Ad Code

হবিগঞ্জ প্রতিনিধি:
হবিগঞ্জের শায়েস্তাগঞ্জে রাস্তা পারাপার হতে গিয়ে ট্রেনের ধাক্কায় মাওলানা শফিকুর রহমান সিদ্দিকী (৫৮) নামে এক পথচারী নিহত হয়েছেন। সোমবার (১ এপ্রিল) সকাল সাড়ে ৯টার দিকে উপজেলার কুতুবের চক এলাকায় এ দূর্ঘটনা ঘটে।

Manual8 Ad Code

নিহত শফিকুর রহমান হবিগঞ্জ সদর উপজেলার বাগুণিপাড়া গ্রামের সিদ্দিক মুন্সির ছেলে।

Manual7 Ad Code

স্থানীয়রা জানান, শফিকুর রহমান সিদ্দিকী বাস থেকে বের হয়ে রেল পথ ধরে হাটছিলেন। পথিমধ্যে কুতুবের চক এলাকায় পৌছলে সিলেট থেকে ছেড়ে আসা কালনী এক্সপ্রেস নামে একটি ট্রেন তাকে ধাক্কা দিলে ঘটনাস্থলেই তিনি নিহত হন। পরে স্থানীয় লোকজন বিষয়টি শায়েস্তাগঞ্জ রেলওয়ে পুলিশকে অবগত করেন। খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে।

Manual7 Ad Code

শায়েস্তাগঞ্জ রেলওয়ে পুলিশ ফাড়ির ইনচার্জ মীর সাব্বির আহমেদ জানান, শফিকুর রহমান সিদ্দিকী কানে কম শুণতেন বলে আমরা জানতে পেরেছি। ট্রেন হরণ দেয়ার পরও তিনি লাইন থেকে সরে যাননি। ট্রেনের ধাক্কার তার মৃত্যু হয়েছে। মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য হবিগঞ্জ জেলা সদর আধুনিক হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে।

শেয়ার করুন