Beanibazarer Alo

  সিলেট     শুক্রবার, ১৯শে ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ  | ৪ঠা পৌষ, ১৪৩২ বঙ্গাব্দ

হবিগঞ্জে নাশকতার সৃষ্টির অভিযোগে ছাত্রদল কর্মী গ্রেফতার

admin

প্রকাশ: ২০ নভেম্বর ২০২৩ | ০৫:০৪ অপরাহ্ণ | আপডেট: ২০ নভেম্বর ২০২৩ | ০৫:০৪ অপরাহ্ণ

ফলো করুন-
হবিগঞ্জে নাশকতার সৃষ্টির অভিযোগে ছাত্রদল কর্মী গ্রেফতার

Manual1 Ad Code

হবিগঞ্জ প্রতিনিধি:
হবিগঞ্জ সদর উপজেলার মিরপুর ধুলিয়াখাল সড়কের লস্করপুর ইউনিয়নের নোয়াবাদ এলাকায় টায়ারে আগুণ দিয়ে নাশকতা সৃষ্টির অভিযোগে মাহবুবুর রহমান শাহিন নামে ছাত্রদল কর্মীকে গ্রেফতার করেছে পুলিশ।

Manual8 Ad Code

রবিবার রাত সাড়ে ৯টার দিকে কটিয়াদি বাজার থেকে তাকে গ্রেফতার করা হয়।

সে সদর উপজেলা লস্করপুর ইউনিয়ন ছাত্রদলের একজন সক্রিয় কর্মী।

পুলিশ জানায়, নোয়াবাদ এলাকায় রোববার সন্ধ্যায় লস্করপুর ইউনিয়ন ছাত্রদলের নেতাকর্মীরা টায়ারে আগুণ নিয়ে নাশকতা সৃষ্টি করে। পরে বিষয়টি জানতে পেরে সেখানে সদর মডেল থানা পুলিশ পৌছলে নাশকতাকারীরা পালিয়ে যায়। এক পর্যায়ে এসআই রুবেল-এর নেতৃত্বে একদল পুলিশ কটিয়াদি বাজার থেকে নাশকতা সৃষ্টির অভিযোগে মাহবুবুর রহমান শাহিনকে আটক করে।

Manual7 Ad Code

হবিগঞ্জ সদর মডেল থানার এসআই রুবেল আহমেদ সোমবার দুপুরে বিষয়টি নিশ্চিত করে বলেন, নাশকতা সৃষ্টির অভিযোগে শাহিনকে গ্রেফতার করা হয়েছে। তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হবে।

Manual6 Ad Code

শেয়ার করুন