Beanibazarer Alo

  সিলেট     শুক্রবার, ১৯শে ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ  | ৪ঠা পৌষ, ১৪৩২ বঙ্গাব্দ

হবিগঞ্জে বিএনপি তিন নারী নেত্রী আটক

admin

প্রকাশ: ১৩ নভেম্বর ২০২৩ | ০৬:২৩ অপরাহ্ণ | আপডেট: ১৩ নভেম্বর ২০২৩ | ০৬:২৩ অপরাহ্ণ

ফলো করুন-
হবিগঞ্জে বিএনপি তিন নারী নেত্রী আটক

Manual6 Ad Code

হবিগঞ্জ প্রতিনিধি:
হবিগঞ্জ শহরে নাশকতার চেষ্টার অভিযোগে হবিগঞ্জ জেলা মহিলা দলের সভাপতি সাধারণ সম্পাদকসহ ৩ নারী নেত্রীকে আটক করেছে পুলিশ। সোমবার সকালে শহরের নতুন বাস টার্মিনাল এলাকা থেকে তাদেরকে আটক করা হয়। বিষয়টি নিশ্চিত করেন হবিগঞ্জ সদর মডেল থানার (ওসি) অজয় চন্দ্র দেব।

Manual2 Ad Code

আটককৃতরা হলেন, হবিগঞ্জ জেলা মহিলা দলের সভাপতি ফাতেমা ইয়াসমিন, সাধারণ সম্পাদক সৈয়দা লাভলী সুলতানা ও মহিলা দলের নেত্রী সুমা আক্তার।

পুলিশ জানায়, বিএনপি ও সমমনা দলগুলোর দেয়া অবরোধের সমর্থনে হবিগঞ্জ জেলা মহিলা দলের সভাপতি ফাতেমা ইয়াসমিনসহ একদল মহিলা নেত্রী বাস টার্মিনাল এলাকায় গিয়ে নাশকতার চেষ্টা করে। এসময় ঘটনাস্থল থেকে ৩ জনকে আটক করে থানায় নিয়ে আসা হয়।

Manual2 Ad Code

হবিগঞ্জ সদর মডেল থানার (ওসি) অজয় চন্দ্র দেব বলেন, নাশকতার চেষ্টার অভিযোগে তাদেরকে আটক করা হয়েছে। তাদের নামে একাধিক মামলা রয়েছে। বিকেলে তাদেরকে আদালতে প্রেরণ করা হবে।

Manual5 Ad Code

শেয়ার করুন