Beanibazarer Alo

  সিলেট     বৃহস্পতিবার, ১৮ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ  | ৩রা পৌষ, ১৪৩২ বঙ্গাব্দ

হরতাল-অবরোধে এক মাসে ২১২ গাড়িতে আগুন

admin

প্রকাশ: ২৮ নভেম্বর ২০২৩ | ১২:৫৪ অপরাহ্ণ | আপডেট: ২৮ নভেম্বর ২০২৩ | ১২:৫৪ অপরাহ্ণ

ফলো করুন-
হরতাল-অবরোধে এক মাসে ২১২ গাড়িতে আগুন

Manual7 Ad Code

স্টাফ রিপোর্টার:
বিএনপি ও সমমনা দলগুলোর দফায় দফায় ডাকা হরতাল-অবরোধ কর্মসূচির প্রায় এক মাস হতে চলেছে। ২৮ অক্টোবর থেকে ২৮ নভেম্বর সকাল ৬টা পর্যন্ত সারাদেশে ১৩২টি বাসসহ মোট ২১২টি গাড়িতে অগ্নিসংযোগ করেছে দুর্বৃত্তরা। ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স এ তথ্য জানিয়েছে।

বার্তা পাঠিয়ে ফায়ার সার্ভিস বলেছে, এক মাসে আগুনের ঘটনা ঘটেছে ২২৩টি। এর মধ্যে ২১২টি গাড়িতে এবং বাকিগুলো স্থাপনায়।

Manual8 Ad Code

সোমবার সকাল থেকে থেকে সর্বশেষ ২৪ ঘণ্টায় সারাদেশে পাঁচটি যানবাহনে আগুন লাগানোর সংবাদ পেয়েছে ফায়ার সার্ভিস। এর মধ্যে ঢাকায় একটি, হবিগঞ্জে একটি, পাবনায় একটি, টাঙ্গাইলে একটি ও খুলনায় একটি যানবাহনে অগ্নিসংযোগের ঘটনা ঘটে।

Manual2 Ad Code

এ ঘটনায় একটি ট্রেনের বগি, তিনটি বাস ও একটি ট্রাক ক্ষতিগ্রস্ত হয়। এই আগুন নির্বাপণ করতে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের ১০টি ইউনিট ও ৫০ জন জনবল কাজ করে।

Manual7 Ad Code

ফায়ার সার্ভিসের তথ্যমতে, ২৮ অক্টোবর থেকে ২৮ নভেম্বর সকাল ৬টা পর্যন্ত ১৩২টি বাসে, ৩৫টি ট্রাকে, ১৬টি কাভার্ড ভ্যানে, ৮টি মোটর সাইকেলে, দুটি প্রাইভেট কারে, তিনটি করে মাইক্রোবাস, পিকআপ, সিএনজি, ট্রেন ও লেগুনায় এবং একটি করে ফায়ার সার্ভিসের গাড়ি, পুলিশের গাড়ি, নছিমন ও অ্যাম্বুলেন্স অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে।

শেয়ার করুন