Beanibazarer Alo

  সিলেট     সোমবার, ১৫ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ  | ৩০শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ

হাদির ওপর হামলায় জড়িতদের দেশত্যাগ ঠেকাতে সীমান্তে সতর্কতা

admin

প্রকাশ: ১৪ ডিসেম্বর ২০২৫ | ১১:০৩ পূর্বাহ্ণ | আপডেট: ১৪ ডিসেম্বর ২০২৫ | ১১:০৩ পূর্বাহ্ণ

ফলো করুন-
হাদির ওপর হামলায় জড়িতদের দেশত্যাগ ঠেকাতে সীমান্তে সতর্কতা

Manual8 Ad Code

স্টাফ রিপোর্টার:
ইনকিলাব মঞ্চের মুখপাত্র ওসমান হাদির ওপর হামলার ঘটনায় জড়িতদের দেশত্যাগ ঠেকাতে দিনাজপুরের হিলি সীমান্ত এলাকায় সতর্কতা জারি করেছে জয়পুরহাট-২০ বিজিবি ব্যাটালিয়ন।
শনিবার (১৩ ডিসেম্বর) বিকেলে জয়পুরহাট-২০ বিজিবি ব্যাটালিয়নের পক্ষ থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

Manual1 Ad Code

প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, শুক্রবার (১২ ডিসেম্বর) ঢাকায় ইনকিলাব মঞ্চের মুখপাত্র ওসমান হাদির ওপর হামলায় জড়িত আসামিরা যাতে দেশত্যাগ করতে না পারে সেজন্য জয়পুরহাট-২০ বিজিবি ব্যাটালিয়নের আওতায় সমস্ত সীমান্ত এলাকায় সর্তকতা জারি করা হয়েছে। এছাড়াও গোয়েন্দা নজরদারি বাড়ানো হয়েছে।

Manual8 Ad Code

এ ছাড়া গুরুত্বপূর্ণ স্থাপনা ও এলাকায় অস্থায়ী চেকপোস্ট স্থাপন করে সন্দেহভাজন ব্যক্তি, যানবাহন ও মোটরবাইক তল্লাশি করা হচ্ছে। বিচ্ছিন্ন বা এলোমেলোভাবে চলাচলকারী ব্যক্তিদেরও যাচাই করা হচ্ছে। শহর এলাকায় সার্বিক পরিস্থিতি স্বাভাবিক রাখতে বিজিবির দুটি পিকআপে নিয়মিত টহল কার্যক্রম চালু রাখা হয়েছে।

শেয়ার করুন