Beanibazarer Alo

  সিলেট     শুক্রবার, ১৯শে ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ  | ৪ঠা পৌষ, ১৪৩২ বঙ্গাব্দ

১৯২ বছর বয়সী কচ্ছপ জোনাথন

admin

প্রকাশ: ০৪ জুন ২০২৪ | ০১:৩৯ অপরাহ্ণ | আপডেট: ০৪ জুন ২০২৪ | ০১:৩৯ অপরাহ্ণ

ফলো করুন-
১৯২ বছর বয়সী কচ্ছপ জোনাথন

Manual7 Ad Code

পৃথিবীর প্রথম ক্যামেরার ছবি তোলা দেখে মুচকি হেসে বলেছিলো, ‘বাহ, কি সুন্দর । মানুষ ক্যামেরাও আবিস্কার করে ফেলেছে?’
বিশ্বের প্রথম টেলিফোনের রিঙ শুনেও জোনাথন চমকে উঠেছিলো।

Manual3 Ad Code

বৃটেনের সদ্য প্রয়াত রাণী এলিজাবেথ যেদিন জন্ম নিয়েছিলেন, সেদিন জোনাথন ৯৪ বছরের ছোট্ট কিশোর। এলিজাবেথ যেদিন ৯৬ বছর বয়সে চিরবিদায় নিলেন, দীর্ঘশ্বাস ফেলে জোনাথন মনে মনে বলেছিলো- আহ, এতো তাড়াতাড়ি চলে গেলো ছোট্টো মেয়েটা?

Manual7 Ad Code

আরো অনেক কিছু দেখেছে জোনাথন। সে আমেরিকার ৪১ জন প্রেসিডেন্টের আগমন ও বিদায় দেখেছে। ১ম ও ২য় দুটো বিশ্বযুদ্ধই সরাসরি দেখেছে জোনাথন। বিজ্ঞানীদের রাজা আলবার্ট আইনস্টাইন যেদিন জন্ম নিলো, তখন জোনাথন মাত্র ৪৭ বছর বয়সের ছোট্টো বালক। চাঁদে নেইল আর্মস্ট্রঙের পা রাখা দেখে উনাকে নাতি বা পুতি ভেবে খুশিতে গান গেয়ে উঠেছিলো জোনাথন। মানুষের মঙ্গল গ্রহে নামা দেখার জন্যও সে অধীর আগ্রহে অপেক্ষা করছে ।
আমরা জোনাথনের সুস্থ ও দীর্ঘ জীবন কামনা করি ।

শেয়ার করুন