Beanibazarer Alo

  সিলেট     বৃহস্পতিবার, ১৮ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ  | ৩রা পৌষ, ১৪৩২ বঙ্গাব্দ

৩১ ডিসেম্বর সন্ধ্যার পর অনুষ্ঠানের অনুমতি দেওয়া হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী

admin

প্রকাশ: ০৫ ডিসেম্বর ২০২৩ | ০৬:০৩ অপরাহ্ণ | আপডেট: ০৫ ডিসেম্বর ২০২৩ | ০৬:০৩ অপরাহ্ণ

ফলো করুন-
৩১ ডিসেম্বর সন্ধ্যার পর অনুষ্ঠানের অনুমতি দেওয়া হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী

Manual4 Ad Code

স্টাফ রিপোর্টার:
নির্বাচনকে সামনে রেখে এ বছর ৩১ ডিসেম্বর সন্ধ্যার পর উন্মুক্ত স্থানে কোনো ধরনের অনুষ্ঠানের অনুমতি দেওয়া হবে না। ওড়ানো যাবে না ফানুস।

Manual8 Ad Code

আজ মঙ্গলবার (৫ ডিসেম্বর) দুপুরে বড়দিন ও থার্টি ফার্স্ট উদ্‌যাপন উপলক্ষে আইনশৃঙ্খলা সংক্রান্ত সভা শেষে এ কথা বলেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। এ সময় মোড়ে মোড়ে চেকপোস্ট বসানোর কথাও উল্লেখ করেন তিনি।

গত শতকের শেষের দিক থেকে ইংরেজি নববর্ষ উদযাপনের আয়োজন জনপ্রিয় হতে থাকে বাংলাদেশে। এই উদযাপনে মাঝেমধ্যে ‘অনাকাঙ্ক্ষিত’ ঘটনার খবর আসায় এই আয়োজনে কড়াকড়িও আরোপ করা হয়।

Manual7 Ad Code

এবার দেশের দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের সাতদিন আগে থার্টি ফাস্ট হবে। নির্বাচনকে কেন্দ্র করে সহিংসতা ঠেকাতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর তৎপরতা এর মধ্যেই বেড়েছে।

নির্বাচনে কথা উল্লেখ করে আসাদুজ্জামান কামাল বলেন, ‘৩১ ডিসেম্বর সন্ধ্যা ছয়টার পর থেকে দেশের কোন উন্মুক্ত স্থানে কোন অনুষ্ঠানের অনুমতি দেওয়া হবে না।’

Manual6 Ad Code

তিনি আরও বলেন, ‘কারণ, ৭ জানুয়ারি নির্বাচন। কেউ অনুষ্ঠান করতে চাইলে ইনডোর বা ঘরে করতে হবে।’

সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ২৫ ডিসেম্বর খ্রিস্টধর্মাবলম্বীদের সব চেয়ে বড় অনুষ্ঠান, বড়দিন পালন নির্বিঘ্ন করতে আইনশৃঙ্খলা বাহিনী তৎপর রয়েছে বলে জানান তিনি।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘২৪-২৬ ডিসেম্বর পর্যন্ত চার্চের আশেপাশের এলাকায় গোয়েন্দা বাহিনীর সতর্ক অবস্থান থাকবে। আর্চওয়ে, সিসি ক্যামেরা রাখতে বলা হয়েছে।’

Manual1 Ad Code

এরপরও যেকোনো ‘অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি’ দেখলে ৯৯৯-এ ফোন দিতে অনুরোধ করেন আসাদুজ্জামান কামাল।

শেয়ার করুন