Beanibazarer Alo

  সিলেট     মঙ্গলবার, ৯ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ  | ২৪শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ

৪ দেশের নির্বাচন কমিশনারের সঙ্গে বৈঠকে ইসি

admin

প্রকাশ: ২৯ অক্টোবর ২০২৩ | ০১:৪১ অপরাহ্ণ | আপডেট: ২৯ অক্টোবর ২০২৩ | ০১:৪১ অপরাহ্ণ

ফলো করুন-
৪ দেশের নির্বাচন কমিশনারের সঙ্গে বৈঠকে ইসি

Manual2 Ad Code

স্টাফ রিপোর্টার:
চার দেশের সাবেক ও বর্তমান নির্বাচন কমিশনারদের সাথে বৈঠক করছে কাজী হাবিবুল আউয়ালের নেতৃত্বাধীন নির্বাচন কমিশন। রোববার সকাল ১১টায় আগারগাঁও নির্বাচন কমিশন ভবনে প্রধান নির্বাচন কমিশনারের সম্মেলন কক্ষে বৈঠক শুরু হয়।

বৈঠকে ভারত, মালদ্বীপ, শ্রীলংকা, নেপালের নির্বাচন কমিশনার এবং ইলেকশন মনিটরিং ফোরামসহ নয় জন প্রতিনিধির সাথে বৈঠক শুরু করেন। বৈঠকে সিইসিসহ চার জন নির্বাচন কমিশনার উপস্থিত রয়েছেন।

Manual5 Ad Code

নির্বাচন কমিশনের জনসংযোগ শাখা বলছে, বৈঠকে ভারতের সাবেক প্রধান নির্বাচন কমিশনার ড. এস ওয়াই কোরাইশি, মালদ্বীপের নির্বাচন কমিশনের চেয়ারম্যান ফুয়াদ তৌফিক, শ্রীলংকার নির্বাচন কমিশনের চেয়ারম্যান আরএমএএল রথনায়েক, নেপালের নির্বাচন কমিশনার সাগুন শামসের জে বি রানা এবং নেপালের সাবেক নির্বাচন কমিশনার মিসেস ইলা শারমা।

Manual7 Ad Code

এ ছাড়া ইলেকশন মনিটরিং ফোরামের চেয়ারম্যান অধ্যাপক মোহাম্মদ আবেদ আলী, পরিচালক অধ্যাপক ড. আব্দুল জব্বার খান, অধ্যাপক ড. আহমেদ আবুল কালাম আজাদ, পরিচালক এবং ইলেকশন মনিটরিং ফোরামের আন্তর্জাতিক বিভাগের সমন্বয়কারী জাহানারা ফারুক মলি উপস্থিত রয়েছেন।

Manual1 Ad Code

শেয়ার করুন