Beanibazarer Alo

  সিলেট     বুধবার, ১৭ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ  | ২রা পৌষ, ১৪৩২ বঙ্গাব্দ

৬০টন পণ্য নিয়ে সিলেট থেকে স্পেন গেলো ১১তম কার্গো ফ্লাইট

admin

প্রকাশ: ২১ জুন ২০২৫ | ১২:০৮ অপরাহ্ণ | আপডেট: ২১ জুন ২০২৫ | ১২:০৮ অপরাহ্ণ

ফলো করুন-
৬০টন পণ্য নিয়ে সিলেট থেকে স্পেন গেলো ১১তম কার্গো ফ্লাইট

Manual8 Ad Code

স্টাফ রিপোর্টার:
সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ইউরোপের স্পেনের জারাগোজা এয়ারপোর্টের উদ্দেশে ছেড়ে গেছে আরো একটি চার্টার্ড কার্গো ফ্লাইট। বৃহস্পতিবার (১৯ জুন) দুপুরে ‘গেলিস্ট এয়ার’র কার্গো উড়োজাহাজটি সিলেট ত্যাগ করে। এর মধ্য দিয়ে ৬০ টন পণ্য নিয়ে সিলেট ছাড়লো ১১তম কার্গো ফ্লাইট। শুক্রবার এর সত্যতা নিশ্চিত করেছেন ওসমানী বিমানবন্দরের ব্যবস্থাপন মো: হাফিজ আহমদ।

Manual7 Ad Code

তিনি জানান, বাংলাদেশের তৈরি রফতানিযোগ্য বিভিন্ন গার্মেন্টস পণ্য নিয়ে উড়োজাহাজটি স্পেনের উদ্দেশে যাত্রা করেছে। সিলেট থেকে ছেড়ে যাওয়া এগারোতম কার্গো ফ্লাইট এটি।

Manual3 Ad Code

তিনি আরো জানান, শুরুর দিকে প্রতিসপ্তাহে একটি করে ফ্লাইট পরিচালনা করা হলেও এখন থেকে প্রতি সপ্তাহে দুটি কার্গো ফ্লাইট পরিচালনার উদ্যোগ নেয়া হয়েছে। এরই অংশ হিসেবে আগামী রোববার আরো একটি ফ্লাইট সিলেট থেকে ছেড়ে যাবে।

উল্লেখ্য, গত ২৭ এপ্রিল ঢাকার বাইরে প্রথমবারের মতো সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর থেকে সরাসরি কার্গো ফ্লাইট চালু হয়। স্বাধীনতার পর দেশের ইতিহাসে এটি ছিল একটি মাইলফলক ঘটনা। প্রথম ফ্লাইটে ঢাকার তিনটি রফতানিকারক প্রতিষ্ঠানের ৬০ টন গার্মেন্টস পণ্য পাঠানো হয় স্পেনের জারাগোজায়।

Manual3 Ad Code

শেয়ার করুন