৭ মার্চে স্বজনদের শপথ

Daily Ajker Sylhet

admin

০৭ মার্চ ২০২৩, ১২:৩৪ অপরাহ্ণ


৭ মার্চে স্বজনদের শপথ

মুক্তাগাছা প্রতিনিধি :
মাদক, বাল্যবিয়ে ও দুর্নীতির বিরুদ্ধে শপথ বাক্য পাঠের মাধ্যমে ঐতিহাসিক ৭ মার্চ পালন করেছে ময়মনসিংহের মুক্তাগাছার স্বজন সমাবেশ ও উপজেলা প্রেস ক্লাব মুক্তাগাছা।

মঙ্গলবার সকালে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করে দিনব্যাপী কর্মসূচির শুভ উদ্বোধন করা হয়।

মুক্তাগাছা স্বজন সমাবেশ ও উপজেলা প্রেস ক্লাব এর যৌথ উদ্যোগে উপজেলার ভাবকীর মোড় উপজেলা প্রেস ক্লাব মুক্তাগাছা কার্যালয়ে সকাল সাড়ে ১০টায় জাতীয় পতাকা উত্তোলন করা হয় ও জাতীয় সঙ্গীত গাওয়া হয়। পরে আলোচনা সভায় মাদক, বাল্যবিয়ে ও দুর্নীতির বিরুদ্ধে শপথ বাক্য পাঠ করা হয়।

আলোচনা সভায় সভাপতিত্ব করেন স্বজন সমাবেশের সভাপতি সাইফুজ্জামান দুদু এবং সঞ্চালনা করেন উপজেলা প্রেস ক্লাব মুক্তাগাছার সাধারণ সম্পাদক এসএম মনিরুজ্জামান আকাশ।

বক্তব্য রাখেন- স্বজনের সভাপতি সাইফুজ্জামান দুদু, অর্থ-সম্পাদক মাহমুদুল হাসান শামীম, সাহিত্য বিষয়ক সম্পাদক সাদেকুল ইসলাম, উপজেলা প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক মনিরুজ্জামান আকাশ, প্রচার সম্পাদক বাবুল হোসেন বাবলু, ব্যবসায়ী মো. এমদাদুল হক মিলন, স্বজন উপদেষ্টা ও যুগান্তর প্রতিনিধি সোহেল রানা প্রমুখ।

এ সময় স্বজনের মহিলা বিষয়ক সম্পাদক শাহরিয়ার জাহান প্রিয়া, স্বজন সদস্য রাসেদুল হাসান জিহাদ, শাহিনূর আলম, বিথি, চৈতীসহ প্রেস ক্লাব কেবিনেট, শিশু কিশোর পাঠচক্রের সদস্য, আমন্ত্রিত অতিথি, উলামা মাশায়েখ, প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকসহ বিভিন্ন শ্রেণি পেশার মানুষ অংশগ্রহণ করেন।

সভা শেষে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঐতিহাসিক ভাষণের ওপর উপস্থিত বক্তব্য প্রতিযোগিতায় অংশগ্রহণ করে শিশু-কিশোর পাঠচক্রের শিক্ষার্থীরা।

দ্বিতীয় অধিবেশনে বিকাল ৩টায় শিশু-কিশোর পাঠচক্রের শিক্ষার্থীদের নিয়ে কবিতা আবৃত্তি, বই বিতরণ ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়।

দেশ ও জাতির মঙ্গল কামনায় এবং বাংলার শহীদ বীর সন্তানদের আত্মার শান্তি চেয়ে মহান সৃষ্টিকর্তার কাছে বিশেষ দোয়া করা হয়। দোয়া পরিচালনা করেন স্বজনের সাহিত্য বিষয়ক সম্পাদক সাদেকুল ইসলাম।

পরে অতিথিরা বিজয়ীদের হাতে বঙ্গবন্ধুর আত্মজীবনীমূলক বই তুলে দেন।

Sharing is caring!