Beanibazarer Alo

  সিলেট     মঙ্গলবার, ১৬ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ  | ১লা পৌষ, ১৪৩২ বঙ্গাব্দ

মালয়েশিয়ায় ৩০ বাংলাদেশিসহ ৬৫ জন আটক

admin

প্রকাশ: ১৫ ফেব্রুয়ারি ২০২৪ | ১১:৪২ পূর্বাহ্ণ | আপডেট: ১৫ ফেব্রুয়ারি ২০২৪ | ১১:৪২ পূর্বাহ্ণ

ফলো করুন-
মালয়েশিয়ায় ৩০ বাংলাদেশিসহ ৬৫ জন আটক

Manual1 Ad Code

মালয়েশিয়া প্রতিনিধি :
মালয়েশিয়ায় ভিসাহীন অভিবাসীদের বিরুদ্ধে দেশব্যাপী চলছে চিরুনি অভিযান। সেই ধারাবাহিকতায় দেশটির জোহর ইমিগ্রেশন বিভাগ রাজ্যব্যাপী অভিযান চালিয়ে ৬৫ জন নথিবিহীন বিদেশিকে আটক করেছে। আটকদের মধ্যে রয়েছেন ৩০ প্রবাসী বাংলাদেশি।

Manual6 Ad Code

সম্প্রতি অভিবাসীদের ব্যবসা প্রতিষ্ঠান ও বসবাসের স্থানগুলোতে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

Manual3 Ad Code

ইমিগ্রেশন পরিচালক বাহারউদ্দিন তাহির বলেন, রাজ্যের বেশ কয়েকটি হটস্পটে ব্যবসা পরিচালনাকারী অভিবাসীদের সংখ্যা বৃদ্ধি এবং তাদের নিজস্ব উপনিবেশ শুরু করার বিরুদ্ধে সারা বছর ধরে একই ধরনের অভিযান চলবে।

অভিযানে নথিপত্র যাচাই করে ২০ থেকে ৪৯ বছর বয়সী ৬৫ জন বিদেশিকে আটক করা হয়। তাদের বিরুদ্ধে বৈধ ভিসা ও পারমিট ছাড়া অবস্থান করা এবং কাজ করাসহ বিভিন্ন অপরাধের অভিযোগ তোলা হয়।

Manual7 Ad Code

আটকদের মধ্যে ৩০ জন বাংলাদেশি পুরুষ রয়েছেন। এছাড়া, ১৮ জন ইন্দোনেশিয়ান, সাতজন ভারতীয় নাগরিক, পাঁচজন পাকিস্তানি, থাইল্যান্ড ও কম্বোডিয়ার দুজন নারী, একজন মিয়ানমারের ও একজন ইয়েমেনি নাগরিক ছিলেন।

Manual8 Ad Code

যাদের আটক করা হয়েছে তারা বৈধ কাগজপত্র বা দেশে থাকার অনুমতি না থাকার জন্য অভিবাসন আইন ১৯৫৯/৬৩(অ্যাক্ট ১৫৫) এর ধারা ৬(১)(সি)) লঙ্ঘন করেছে বলে সন্দেহ করা হচ্ছে, একই ধারা ১৫(১)(সি)অতিরিক্ত থাকার জন্য আইন, এবং তাদের পাসের শর্ত লঙ্ঘনের জন্য ইমিগ্রেশন রেগুলেশন ১৯৬৩ এর রেগুলেশন ৩৯(বি) অনুযায়ী পরবর্তী ব্যবস্থার জন্য আদালতে প্রেরণ করা হবে।

শেয়ার করুন