সিলেট থেকে ছেড়ে যাওয়া ট্রেনে কাটা পড়ে নারীর মৃত্যু

Daily Ajker Sylhet

admin

১৮ ফেব্রু ২০২৪, ০৬:০১ অপরাহ্ণ


সিলেট থেকে ছেড়ে যাওয়া ট্রেনে কাটা পড়ে নারীর মৃত্যু

স্টাফ রিপোর্টার:
মৌলভীবাজারের কুলাউড়ায় ট্রেনে কাটা পড়ে এক নারীর মৃত্যু হয়েছে। রবিবার (১৮ ফেব্রুয়ারি) দুপুরে কুলাউড়া পৌরসভার বিহালা এলাকায় রেললাইন থেকে লাশটি উদ্ধার করে রেলওয়ে থানাপুলিশ।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, রবিবার সকালে সিলেট থেকে ছেড়ে যাওয়া কালনী এক্সপ্রেস ট্রেনে কুলাউড়া পৌরসভার বিহালা এলাকায় এক নারী ট্রেনে কাটা পড়ে মারা যান। রেলওয়ে পুলিশ ঘটনাস্থল থেকে নারীর লাশ উদ্ধার করে। নিহত ওই নারীর পা কাটা। মাথায় ও বুকে আঘাতের চিহ্ন ছিলো।

ওই নারী ট্রেন থেকে পড়ে মারা গেলেন নাকি লাইন অতিক্রমকালে কাটা পড়ে মারা গেলেন- সেটি খতিয়ে দেখছে পুলিশ।

 

রেলওয়ে থানার অফিসার ইনচার্জ মিহির কান্তি জানান- এখন পর্যন্ত লাশের পরিচয় জানা যায়নি। ময়না তদন্তের জন্য লাশ মৌলভীবাজার হাসপাতালে পাঠানো হয়েছে।

Sharing is caring!