আমাকে নিশ্চিত করো, ওইপারে আসলেই সুখ আছে: মাহি
২১ মার্চ ২০২৩, ১২:২৯ অপরাহ্ণ
বিনোদন ডেস্ক :
ঢাকাই সিনেমার চিত্রনায়িকা মাহিয়া মাহি কিছুদিন পরই মা হতে যাচ্ছেন। এরই মাঝে স্বামীর সঙ্গে হজ করার পর দেশে ফিরতেই অপ্রত্যাশিত গ্রেফতার হন তিনি। যদিও গ্রেফতার হওয়ার দিনই জামিনে মুক্তি পান।
এ অভিনেত্রী ঝড় ঝঞ্ঝা পার করে হলেও ভেঙে পড়েননি। বেশ স্বতঃস্ফূর্তভাবেই দিন পার করছেন। পাশাপাশি সামাজিক যোগাযোগমাধ্যমে সক্রিয়ও রয়েছেন। এবার সুখের প্রসঙ্গে কিছু কথা তুলে ধরলেন নিজের ফেসবুক পেজে।
সোমবার দিবাগত রাত ১টা ৪০ মিনিটে ফেসবুক প্রোফাইলে নিজের একটি ছবি পোস্ট করেন মাহি। আর ক্যাপশনে লেখেন, ‘সুখ যদি থাকে সাত সমুদ্রের ওই পারে, তাহলে এই সাতটা সমুদ্র পাড়ি দেওয়া আমার জন্য এক পলকের ব্যাপার।’
এর পরই ‘অগ্নি’ খ্যাত নায়িকা লেখেন, ‘শুধু নিশ্চিত করো আমাকে, ওইপারে আসলেই সুখ আছে।’ এর পরই জুড়ে দিয়েছেন একটি ভালোবাসার ইমোটিকন।
অভিনেত্রীর এ পোস্ট মুহূর্তেই নজর কাড়ে নেটিজেনদের। তারা বিভিন্ন রিঅ্যাকশনে ভরিয়ে দিচ্ছেন প্রিয় তারকাকে।