Beanibazarer Alo

  সিলেট     শুক্রবার, ১৯শে ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ  | ৪ঠা পৌষ, ১৪৩২ বঙ্গাব্দ

ছাত্রদল নেতা খুন : দুই দিনেও উদঘাটন হয়নি রহস্য

admin

প্রকাশ: ০৪ মার্চ ২০২৪ | ০৫:৫৭ অপরাহ্ণ | আপডেট: ০৪ মার্চ ২০২৪ | ০৫:৫৭ অপরাহ্ণ

ফলো করুন-
ছাত্রদল নেতা খুন : দুই দিনেও উদঘাটন হয়নি রহস্য

Manual2 Ad Code

হবিগঞ্জ প্রতিনিধি:
হবিগঞ্জ সদর উপজেলার পইল ইউনিয়নের পাশ দিয়ে বয়ে যাওয়া করাঙ্গী নদী থেকে উদ্ধার হওয়া বস্তাবন্দি সেই মরদেহের পরিচয় মিলেছে। উদ্ধার হওয়া মরদেহটি জেলার বাহুবল উপজেলার সাতকাপন ইউনিয়ন ছাত্রদলের সাধারণ সম্পাদক সাইফুল ইসলামের। সাইফুল সাতকাপন ইউনিয়নের রসুলপুর গ্রামের আব্দুল মালিকের ছেলে।

Manual8 Ad Code

রবিবার (৩ মার্চ) পরিবারের সদস্যরা মরদেহটি শনাক্ত করেন। পরে ময়না তদন্ত শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়।

Manual6 Ad Code

এর আগে শনিবার (২ মার্চ) সদর উপজেলার পইল ইউনিয়নে করাঙ্গী নদীর হুরুমোড়া হাওরের গাতাবের এলাকায় বস্তাবন্দি অবস্থায় মরদেহটি উদ্ধার করে পুলিশ।

এ বিষয়ে হবিগঞ্জ সদর মডেল থানার (ওসি) অজয় চন্দ্র দেব জানান, এ ঘটনায় রবিবার রাত ১২ পর্যন্ত কোনো মামলা করা হয়নি। জানা যায়নি খুনের কারণ ও খুনি বা খুনিদের পরিচয়। তবে বিষয়টি নিয়ে তদন্ত করছে পুলিশ।

Manual5 Ad Code

হবিগঞ্জ জেলা ছাত্রদল সভাপতি শাহ রাজীব আহমেদ রিংগন জানান, সাইফুল ইসলাম বাহুবল উপজেলার সাতকাপন ইউনিয়ন ছাত্রদলের সাধারণ সম্পাদক ছিলেন। তাকে নির্মমভাবে হত্যা করা হয়েছে। এ ঘটনার তীব্র নিন্দা জানিয়ে হত্যাকারীদের দ্রুত আইনের আওতায় আনার দাবি জানাই।

Manual3 Ad Code

স্বজনরা জানান, গত ৫ দিন আগে বাড়ি থেকে বের হয় সাইফুল। এর পর থেকে সে আর বাড়ি ফিরেনি। ৬ মাস আগে তিনি হবিগঞ্জ শহরতলীর উমেদনগর গ্রামে বিয়ে করেন।

শেয়ার করুন