Beanibazarer Alo

  সিলেট     শুক্রবার, ১৯শে ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ  | ৪ঠা পৌষ, ১৪৩২ বঙ্গাব্দ

হবিগঞ্জে বুদ্ধিপ্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণের দায়ে যুবক কারাগারে

admin

প্রকাশ: ০৫ মার্চ ২০২৪ | ১২:২৭ অপরাহ্ণ | আপডেট: ০৫ মার্চ ২০২৪ | ১২:২৭ অপরাহ্ণ

ফলো করুন-
হবিগঞ্জে বুদ্ধিপ্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণের দায়ে যুবক কারাগারে

Manual7 Ad Code

হবিগঞ্জ প্রতিনিধি:
হবিগঞ্জের চুনারুঘাটে বুদ্ধিপ্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণের দায়ে মো. আলা উদ্দিন (৩০) নামে এক যুবককে গ্রেফতার করে কারাগারে পাঠানো হয়েছে। গ্রেফতারকৃত আলা উদ্দিন উপজেলার গোবিন্দপুর গ্রামের মো. জহুর আলীর পুত্র।

Manual3 Ad Code

সোমবার (৪ মে) বিকেলে তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। এর আগে রবিবার রাতে ওই বুদ্ধি প্রতিবন্ধী তরুনী (১৯)এর মা তার মেয়েকে ধর্ষণের অভিযোগ এনে আলাউদ্দিনকে প্রধান আসামি করে ও ৬ জনের নাম উল্লেখ করে মামলা দায়ের করেন।

Manual4 Ad Code

এর পরই চুনারুঘাট থানার উপ-পরিদর্শক এসআই দেলোয়ার ও খোরশেদ আলম সহ একদল পুলিশ অভিযান চালিয়ে আলাউদ্দিনকে গ্রেফতার করে।

Manual1 Ad Code

চুনারুঘাট থানার (ওসি) হিল্লোল রায় জানান, ধর্ষণের মামলায় আলাউদ্দিনকে গ্রেপ্তার করে আদালতে সোপর্দ করা হয়েছে।

ওই কিশোরীর মা জানান, গত রবিবার দুপুরে আমার মেয়েকে খাবারের জিনিসের প্রলোভন দেখিয়ে বাড়ির পশ্চিমে ছুরত আলী মেম্বারের পরিত্যাক্ত ঘরের ভিতরে ধর্ষণ করে। আমি এর প্রতিবাদ করায় ধর্ষকের ভাই সহ আত্মীয় স্বজন সবাই মারপিট করে।

শেয়ার করুন