Beanibazarer Alo

  সিলেট     বুধবার, ১৭ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ  | ২রা পৌষ, ১৪৩২ বঙ্গাব্দ

খালেদা জিয়াকে দেখতে ঢাকায় এসেছেন তাঁর ছোট ছেলে আরাফাতের স্ত্রী

admin

প্রকাশ: ২২ মার্চ ২০২৩ | ০৬:০৩ অপরাহ্ণ | আপডেট: ২২ মার্চ ২০২৩ | ০৬:০৩ অপরাহ্ণ

ফলো করুন-
খালেদা জিয়াকে দেখতে ঢাকায় এসেছেন তাঁর ছোট ছেলে আরাফাতের স্ত্রী

Manual1 Ad Code

স্টাফ রিপোর্টার:
বিএনপির চেয়ারপাসন খালেদা জিয়ার ছোট ছেলে প্রয়াত আরাফাত রহমান কোকোর স্ত্রী শর্মিলা রহমান দেশে এসেছেন। তিনি লন্ডন থেকে ঢাকায় আসেন গতকাল মঙ্গলবার মধ্যরাতে।

শর্মিলা রহমান খালেদা জিয়াকে দেখতে এসেছেন। তিনি ঢাকার গুলশানে খালেদা জিয়ার বাসভবনে উঠেছেন বলে তাঁদের পরিবারিক সূত্র জানিয়েছে।

Manual8 Ad Code

৭৮ বছর বয়সী সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া উচ্চ রক্তচাপ, কিডনি সমস্যা, আথ্রাইটিসসহ নানা জটিল রোগে ভুগছেন।

Manual6 Ad Code

এর আগে ২০২১ সালের অক্টোবর মাসে খালেদা জিয়া গুরুতর অসুস্থ হয়ে পড়লে তখন শর্মিলা রহমান তাঁকে দেখতে ঢাকায় এসেছিলেন। সে সময় তিনি আড়াই মাসের মতো ঢাকায় ছিলেন। খালেদা জিয়ার শারীরিক অবস্থার কিছুটা উন্নতি হলে ২০২২ সালের জানুয়ারির মাঝামাঝি সময়ে তিনি লন্ডনে চলে যান।

Manual1 Ad Code

শর্মিলা রহমান লন্ডনে থাকেন। খালেদা জিয়ার বড় ছেলে ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানও পরিবারসহ লন্ডনে অবস্থান করছেন।

Manual2 Ad Code

তারেক রহমান লন্ডনে অবস্থান করছেন গত সেনা–সমর্থিত তত্ত্বাবধায়ক সরকারের সময় ২০০৭ সাল থেকে।

 

শেয়ার করুন