Beanibazarer Alo

  সিলেট     শুক্রবার, ১৯শে ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ  | ৪ঠা পৌষ, ১৪৩২ বঙ্গাব্দ

কোস্টারিকাকে হারিয়েছে আর্জেন্টিনা

admin

প্রকাশ: ২৭ মার্চ ২০২৪ | ০১:৩১ অপরাহ্ণ | আপডেট: ২৭ মার্চ ২০২৪ | ০১:৩১ অপরাহ্ণ

ফলো করুন-
কোস্টারিকাকে হারিয়েছে আর্জেন্টিনা

Manual4 Ad Code

স্পোর্টস ডেস্ক:
শক্তিতে-অর্জনে বিশ্বফুটবলে কোস্টারিকার তেমন বড় নাম নয়। আর্জেন্টিনার বিপক্ষে ম্যাচে তবু দলটি প্রথমার্ধে এগিয়ে ছিল; শেষ পর্যন্ত ব্যবধান ধরে রাখতে পারেনি। আধিপত্য বিস্তার করে ম্যাচ জিতেছে আর্জেন্টিনা।

বাংলাদেশ সময় বুধবার সকালে লস অ্যাঞ্জেলসে ৩-১ গোলে জিতেছে আর্জেন্টিনা।

ডি মারিয়ার সমতাসূচক গোলের পর জয়সূচক গোলগুলো আসে লাউতারো মার্তিনেজ ও অ্যালেক্সিস ম্যাক অ্যালিস্টারের কাছ থেকে।

Manual5 Ad Code

গত শনিবার এল সালভাদরের বিপক্ষে ৩-০ গোলে জয়ের পর দ্বিতীয় ম্যাচেও ৩ গোলে জয় পেল লিওনেল স্কালোনির দল। আর্জেন্টিনা কোচ হিসেবে ২০১৮ সালে এ মাঠেই নিজের প্রথম ম্যাচে গুয়াতেমালার বিপক্ষে ৩-০ গোলের জয় পেয়েছিল স্কালোনির আর্জেন্টিনা।

Manual1 Ad Code

এই জয়ে কোস্টারিকার বিপক্ষে আর্জেন্টিনার অপরাজেয় থাকা রেকর্ড অক্ষুণ্ণ থাকল। এ পর্যন্ত দলটির বিপক্ষে আটবারের মুখোমুখিতে ষষ্ঠ জয় পেল আর্জেন্টিনা। বাকি দুটি ম্যাচ ড্র হয়েছে। এর পাশাপাশি কোপা আমেরিকার প্রস্তুতি হিসেবে আন্তর্জাতিক বিরতিতে দুটি প্রীতি ম্যাচেই জয় পেল আর্জেন্টিনা।

Manual5 Ad Code

শেয়ার করুন